বাংলা নিউজ > ক্রিকেট > IND vs IRE 2nd T20I: আইপিএলের মন্ত্রেই সাফল্য, ম্যাচের সেরা হয়ে ফর্মুলা ফাঁস রিঙ্কুর

IND vs IRE 2nd T20I: আইপিএলের মন্ত্রেই সাফল্য, ম্যাচের সেরা হয়ে ফর্মুলা ফাঁস রিঙ্কুর

প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে রিঙ্কু সিং। ছবি- টুইটার।

India vs Ireland 2nd T20I: দেশের হয়ে প্রথমবার ব্যাট হাতে নিয়েই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন রিঙ্কু সিং। বুঝিয়ে দিলেন আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ফারাক নেই খুব একটা।

ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছেন রিঙ্কু সিং। যদিও তাঁকে ক্রিকেটার হিসেবে পরিণত করে তুলেছে আইপিএল। প্রকৃত অর্থে ভারতীয় ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে রিঙ্কুকে আন্তর্জাতিক ক্রিকেটমহলে পরিচিতি এনে দিয়েছে ইন্ডিয়ান প্রমিয়র লিগ।

যে আইপিএলে ভালো খেলার সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নেমে সেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শিক্ষাই কাজে লাগালেন তিনি। সচরাচর বলা হয়ে থাকে যে, ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ফারাক থাকে বিস্তর। তবে আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের আবহের যে বিশেষ কোনও তফাৎ নেই, সেটা প্রমাণ করলেন রিঙ্কু।

রবিবার ডাবলিনে আইপিএলের ঢংয়েই প্রথমে দলের ইনিংসকে গভীরে টেনে নিয়ে যান রিঙ্কু। শেষবেলায় ব্যাট হাতে ঝড় তুলে টিম ইন্ডিয়াকে পৌঁছে দেন বড় রানের লক্ষ্যে। জাতীয় দলের হয়ে প্রথমবার ব্যাট করতে নেমে রিঙ্কু সিং যেরকম পরিণত ক্রিকেট উপহার দেন, তার সুবাদেই হাফ-সেঞ্চুরি করা রুতুরাজ গায়কোয়াড়কে টপকে তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

আরও পড়ুন:- নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাচ্ছে UAE, ফ্র্যাঞ্চাইজি লিগকে কৃতিত্ব দিলেন অশ্বিন

সঙ্গত কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বসিত শোনায় রিঙ্কুকে। নিজের আবেগ ও খুশি লুকিয়ে রাখেননি টিম ইন্ডিয়ার নতুন তারকা। ইংরেজিতে সড়গড় নন। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাপ্টেন বুমরাহ রিঙ্কুর দোভাষীর ভূমিকা পালন করেন। আইপিএল থেকে উঠে এসে জাতীয় দলকে নির্ভরতা দেওয়া প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘দারুণ লাগছে। আমি সেটাই করার চেষ্টা করেছি, যেটা এতদিন আইপিএলে করে এসেছি। দেশের জার্সিতে এটা আমার দ্বিতীয় ম্যাচ। তবে এই প্রথমবার ব্যাট করার সুযোগ পাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। ইনিংস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। জানতাম শেষ বেলায় সুযোগ নেওয়া যাবে।’

রিঙ্কু আরও বলেন, ‘১০ বছর হয়ে গেল ক্রিকেট খেলছি। লড়াইটা সহজ ছিল না। কঠিন পরিশ্রম করেছি। তার ফলেই জাতীয় দলে জায়গা পেয়েছি। প্রথমবার ব্যাট করতে নেমে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছি। এর থেকে বেশি আর কীই বা চাইতে পারতাম।’

আরও পড়ুন:- T10 Cricket: ১০ ওভারের ম্যাচে ২৭ বলে সেঞ্চুরি, ১০০-র মধ্যে ৯৮ রান আসে চার-ছক্কায়, বেনজির তাণ্ডব অখ্যাত ব্যাটারের

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারত একসময় ১৫০ রানের গণ্ডি টপকাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। শেষবেলায় ব্যাট হাতে ঝড় তুলে রিঙ্কু সিং দলকে ১৮০-র গণ্ডি পার করান। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ৩৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন রিঙ্কু।

ক্রিকেট খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.