বাংলা নিউজ > ক্রিকেট > MP vs VIDAR, Ranji Trophy Semi Final: আবেশ খানের আগুনে ১৭০ রানেই শেষ বিদর্ভ, প্রথম দিনই চালকের আসনে পণ্ডিতের ছেলেরা

MP vs VIDAR, Ranji Trophy Semi Final: আবেশ খানের আগুনে ১৭০ রানেই শেষ বিদর্ভ, প্রথম দিনই চালকের আসনে পণ্ডিতের ছেলেরা

আবেশের চার উইকেটের হাত ধরে বিদর্ভকে ১৭০ রানে গুটিয়ে দিল মধ্যপ্রদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই মুথ থুবড়ে পড়ে বিদর্ভ। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। এর পর ৭৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বিদর্ভ। দলের ১০১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এর পর মাত্র ৬৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়ে বসে থাকে বিদর্ভ।

আবেশ খানের আগুনে পারফরম্য়ান্সের হাত ধরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালের প্রথম দিনই চালকের আসনে চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় বিদর্ভ। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশের সংগ্রহ ৪৭ রান।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বিদর্ভই। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বিদর্ভের ব্যাটাররা খেলতেই পারেননি। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে তারা। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। এর পর ৭৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় বিদর্ভ। দলের ১০১ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এর পর মাত্র ৬৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়ে বসে থাকে বিদর্ভ।

আরও পড়ুন: শীঘ্রই ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন পন্ত, দিনক্ষণ বলে দিলেন সৌরভ

প্রথমেই ১২ বলে ১৩ রান করে ধ্রুব শোরে বোল্ড হন। তাঁকে সাজঘরে ফেরান আবেশ খান। বেঙ্কটেশ আইয়ার এর পর ফেরান অথর্ব তাইদেকে। ৬৩ বলে ৩৯ করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন অথর্ব। এটি বিদর্ভের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। তিনে ব্যাট করতে আসা আমন মোখাদেকেও সাজঘরের পথ দেখান আবেশ। ৭৫ বলে ১৩ করে আউট হন আমন। পাঁচে নেমে করুণ নায়ার কিছুটা লড়াই করেছিলেন। তিনি হাফসেঞ্চুরি করেন। ১০৫ বলে ৬৩ রান যদি করুণ নায়ার যোগ না করতেন, তবে বিদর্ভের হাল আরও শোচনীয় হত। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার।

আরও পড়ুন: শ্রেয়স এবং ইশান কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন, কী ভাবে? জানালেন BCCI-এর এক কর্তা

বাকিদের একেবারে বেহাল অবস্থা। যশ রাঠোর ১৭ করেন, দলের অধিনায়ক অক্ষয় ওয়াদকার করেন ১ রান, ১২ রান করেন আদিত্য সারওয়াতে। এর বাইরে অক্ষয় ওয়াখরে (০), যশ ঠাকুর (০), উমেশ যাদবরা (০) তো রানের খাতাই খুলতে পারেননি। দলের ১১ নম্বর ব্যাটার আদিত্য ঠাকরে অপরাজিত থাকলেও, তাঁর সংগ্রহ শূন্যই। ৫৪.৪ ওভারে ১৭০ করে বিদর্ভ অল আউট হয়ে যায়।

মধ্যপ্রদেশের হয়ে একাই ৪ উইকেট নেন আবেশ খান। এছাড়া ২টি করে উইকেট নেন বেঙ্কটেশ আইয়ার এবং কুলবন্ত খেজরোলিয়া। অনুভব আগরওয়াল এবং কুমার কার্তিকেয় নিয়েছেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশও শুরুতেই ধাক্কা খায়। দলের মাত্র ২০ রানের মাথায় যশ দুবের উইকেট হারায় তারা। ২২ বলে ১১ করে উমেশ য়াদবের বলে কট বিহাইন্ড হন যশ দুবে। প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন হিমাংশু মন্ত্রী (৬৪ বলে ২৬ রান) এবং হর্ষ গাওলি (৩৪ বলে ১০ রান)। দিনের শেষে ১ উইকেটে ৪৭ রান মধ্যপ্রদেশের।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘খারাপ দেখেছি, কিন্তু এত খারাপ পাকিস্তান আগে কখনও দেখেনি’! মাসুদকে তুলোধনা ভনের… DA মামলার ১৪তম শুনানিতে… বড় দাবি রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদকের অনশন মঞ্চে স্নিগ্ধার পা টিপছেন দেবাশিস! ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়া বলছে… প্রেমে মিথ্যা প্রতিশ্রুতি কাদের জীবনে আনবে সর্বনাশ? দেখুন কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আছেন? জানালেন NRS-এর চিকিৎসক মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.