ক্রিকেটের মাঠে অনেক রকম ঘটনাই দেখা যায়। কখনও ব্যাটারদের অবিশ্বাস্য ব্যাটিং, কখনও বোলারদের বিধ্বংসী বোলিং। আবার কখনও নজরকাড়া ফিল্ডিং দেখা যায়। সাম্প্রতিক কালে ক্রিকেটের মাঠে এই ব্যাপারগুলি বেশ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ক্রিকেটপ্রেমীরা এই দৃষ্টি আকর্ষণ করার মতো দৃশ্যগুলির আনন্দ উপভোগ করে একইভাবে। বলা যায়, এখনও যেন তাদের কাছে সবকিছুই নতুন লাগে।
এবার নেদারল্যান্ড, নেপাল ও নামিবিয়ার মধ্যে চলতি ত্রিদেশীয় টি২০ সিরিজেও উঠে এলো এক দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা। এখানেই শেষ নয় একেবারে একটি নিশ্চিত ছয় পরিণত হলো অবিশ্বাস্যকর রান আউটে। ঘটনাটি ঘটে নেদারল্যান্ড বনাম নেপাল ম্যাচে। মুহূর্তটি চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ঘটনাটি হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এবং এরপরই পড়তে শুরু করে বেশ কিছু প্রশংসনীয় কমেন্টস। সবারই একটাই বক্তব্য যে এমন ফিল্ডিং অনেকদিন বাদে দেখা গেল কোনও দলের থেকে।
শনিবার, অর্থাৎ ২ মার্চ ছিল নেদারল্যান্ড ও নেপালের ম্যাচ। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। তবে এই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেনি ডাচ বাহিনীর ব্যাটাররা। ১২০ রানে অলআউট হয়ে যায় সকলে। যদিও বল হাতে আপ্রাণ চেষ্টা করে তারা ঘুরে দাঁড়ানোর, কিন্তু শেষ পর্যন্ত 'ফিনিশ লাইন' পার করে নেপাল। ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় নেপাল। ম্যাচটি তারা নিজেদের ঝুলিতে তুলে নেয় ৬ উইকেটে।
তবে এই ম্যাচে ঘটে একটি মুহূর্ত যা দেখে রীতিমতো চমকে যায় গোটা ক্রিকেট বিশ্ব সহ সমগ্র ক্রিকেটপ্রেমী। ঘটনাটি ঘটে ১৯তম ওভারে। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার, তথা বর্তমান ডাচ ক্রিকেটার, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে এবং বল ছিল নেপালের দীপেন্দ্র সিংয়ের হাতে। 'ফুল টস' বলে লং অনে ছক্কা হাকাতে যান রোয়েলফ, কিন্তু সেটি একটি সাহসী প্রচেষ্টার মাধ্যমে বাঁচিয়ে দেন নেপালের কুশল। এরপরই বলটি তিনি ছুঁড়ে দেন উইকেটরক্ষকের হাতে, কিন্তু বোঝাপড়ার অভাবে ঠিক সময়ে স্ট্রাইকে পৌঁছাতে পারেননি ভিভান কিংমা। ফলে রান আউট হয়ে যান তিনি।
মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে এবং সকলেই কমেন্ট করতে শুরু করেন। অধিকাংশেরই বক্তব্য যে এমন ফিল্ডিং আজকের দিনে খুব কমই দেখা যায়। সব মিলিয়ে, সকলেই প্রশংসা করেছেন নেপালের কুশলের।