বাংলা নিউজ > ক্রিকেট > Nepal vs Netherlands: অবিশ্বাস্য কায়দায় ছক্কা বাঁচানোর পরে রান-আউট করলেন নেপালের খেলোয়াড়!- ভাইরাল ভিডিয়ো

Nepal vs Netherlands: অবিশ্বাস্য কায়দায় ছক্কা বাঁচানোর পরে রান-আউট করলেন নেপালের খেলোয়াড়!- ভাইরাল ভিডিয়ো

রান আউটের মুহূর্ত। ছবি-স্ক্রিনগ্র্যাব (@BdJcricket)

দারুণ প্রচেষ্টা। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচ ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন নেপালের তারকা ক্রিকেটার। যদিও তিনি ক্যাচ মিস করলেও রান আউট করে দেন।

ক্রিকেটের মাঠে অনেক রকম ঘটনাই দেখা যায়। কখনও ব্যাটারদের অবিশ্বাস্য ব্যাটিং, কখনও বোলারদের বিধ্বংসী বোলিং। আবার কখনও নজরকাড়া ফিল্ডিং দেখা যায়। সাম্প্রতিক কালে ক্রিকেটের মাঠে এই ব্যাপারগুলি বেশ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ক্রিকেটপ্রেমীরা এই দৃষ্টি আকর্ষণ করার মতো দৃশ্যগুলির আনন্দ উপভোগ করে একইভাবে। বলা যায়, এখনও যেন তাদের কাছে সবকিছুই নতুন লাগে।

এবার নেদারল্যান্ড, নেপাল ও নামিবিয়ার মধ্যে চলতি ত্রিদেশীয় টি২০ সিরিজেও উঠে এলো এক দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা। এখানেই শেষ নয় একেবারে একটি নিশ্চিত ছয় পরিণত হলো অবিশ্বাস্যকর রান আউটে। ঘটনাটি ঘটে নেদারল্যান্ড বনাম নেপাল ম্যাচে। মুহূর্তটি চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ঘটনাটি হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এবং এরপরই পড়তে শুরু করে বেশ কিছু প্রশংসনীয় কমেন্টস। সবারই একটাই বক্তব্য যে এমন ফিল্ডিং অনেকদিন বাদে দেখা গেল কোনও দলের থেকে।

শনিবার, অর্থাৎ ২ মার্চ ছিল নেদারল্যান্ড ও নেপালের ম্যাচ। কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। তবে এই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেনি ডাচ বাহিনীর ব্যাটাররা। ১২০ রানে অলআউট হয়ে যায় সকলে। যদিও বল হাতে আপ্রাণ চেষ্টা করে তারা ঘুরে দাঁড়ানোর, কিন্তু শেষ পর্যন্ত 'ফিনিশ লাইন' পার করে নেপাল। ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় নেপাল। ম্যাচটি তারা নিজেদের ঝুলিতে তুলে নেয় ৬ উইকেটে।

তবে এই ম্যাচে ঘটে একটি মুহূর্ত যা দেখে রীতিমতো চমকে যায় গোটা ক্রিকেট বিশ্ব সহ সমগ্র ক্রিকেটপ্রেমী। ঘটনাটি ঘটে ১৯তম ওভারে। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার, তথা বর্তমান ডাচ ক্রিকেটার, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে এবং বল ছিল নেপালের দীপেন্দ্র সিংয়ের হাতে। 'ফুল টস' বলে লং অনে ছক্কা হাকাতে যান রোয়েলফ, কিন্তু সেটি একটি সাহসী প্রচেষ্টার মাধ্যমে বাঁচিয়ে দেন নেপালের কুশল। এরপরই বলটি তিনি ছুঁড়ে দেন উইকেটরক্ষকের হাতে, কিন্তু বোঝাপড়ার অভাবে ঠিক সময়ে স্ট্রাইকে পৌঁছাতে পারেননি ভিভান কিংমা। ফলে রান আউট হয়ে যান তিনি।

মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে এবং সকলেই কমেন্ট করতে শুরু করেন। অধিকাংশেরই বক্তব্য যে এমন ফিল্ডিং আজকের দিনে খুব কমই দেখা যায়। সব মিলিয়ে, সকলেই প্রশংসা করেছেন নেপালের কুশলের।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.