বিশ্বকাপের পর প্রথম সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পা ফেলেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে স্মিথ-ওয়ার্নারদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে তারা। তবে সিরিজ শুরুর আগে ক্যানবেরায় আয়োজিত হয় পাকিস্তান একাদশ বনাম অস্ট্রেলিয়ার পিএম একাদশের চার দিনের একটি 'ওয়ার্ম আপ' টেস্ট ম্যাচ। সেটি শেষ পর্যন্ত ড্র হয়। দুই দলই খেলাছে মাত্র একটি ইনিংস। সব মিলিয়ে দুই ইনিংসে হয় ৭৫৮ রান। প্রথমে ব্যাট করে ১১৬.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৯১ রান তুলে ডিক্লেয়ার দেয় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ১৪১ ওভারে চার উইকেট হারিয়ে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। তবে 'হাই স্কোরিং' এই 'ওয়ার্ম আপ' টেস্ট ম্যাচ থেকে উঠে আসে এক হাস্যকর মুহূর্ত। স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়, অধিনায়ক শান মাসুদ ও সরফরাজের কথোপকথন। ম্যাচের মধ্য়েই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা। এতে যুক্ত ছিলেন বাবর আজমও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসিতে লুটিয়ে পড়েন প্রাক্তন অধিনায়ক বাবর আজম।
অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার আগে, ক্যানবেরায় পাকিস্তান মুখোমুখি হয় সেই দেশটির প্রধানমন্ত্রী একাদশের। খেলার শেষ ফলাফল 'ড্র ম্যাচ'। তবে তৃতীয় দিনের শেষে ঘটে একটি হাস্যকর ঘটনা। স্টাম্প মাইকে ধরা পড়ে বাবর আজম, সরফারাজ আহমেদ ও অধিনায়ক শান মাসুদের গোপন কথোপকথন। সেই কথোপকথন অনুযায়ী, শান মাসুদ সরফারাজ আহমেদকে বলছেন, 'আমি সময় মতো প্রস্তুত হয়ে যাব। তুমিও প্রস্তুত হয়ে যেও। তোমরা তিনজন আসবে তাই না?' জবাবে সরফরাজকে প্রশ্ন করতে শোনা যায়, 'তৃতীয় জন কোথা থেকে এলো?' এই কথোপকথন ফাঁস হতেই শুধু নেটিজেনরা নয়, হাসিতে লুটিয়ে পড়েন স্বয়ং বাবর আজমও। এক্স হ্যান্ডেল ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেন নিজের প্রোফাইলে এবং তারপরেই বইতে থাকে মজাদার কমেন্টের বন্যা। যদিও চতুর্থ দিনের সকাল থেকেই বৃষ্টি হওয়ায় আর ম্যাচ হয়নি।
উল্লেখ্য, চার দিনের এই 'ওয়ার্ম আপ' টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ডিক্লেয়ার করে ৩৯১ রানে ৯ উইকেটে। একটি দুর্দান্ত দ্বিশতরানের ইনিংস খেলেন অধিনায়ক শান মাসুদ। ২৯৮ বল খেলে তিনি করেন ২০১ রান, যার মধ্যে রয়েছে ১৪টি চার এবং একটি ছয়। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে প্রধানমন্ত্রী একাদশের স্কোর দাঁড়ায় ১৪১ ওভারে ৪ উইকেটে ৩৬৭। শতরান করেন ম্যাট রেনশো। তাঁর সংগ্রহ ৩৩৭ বলে ১৩৬ রান। অন্যদিকে, ৫৩ রানের একটি সাজানো গোছানো ইনিংস খেলেন ওপেনার ব্যানক্রফটও।