শুভব্রত মুখার্জি:- আইপিএলের মিনি নিলামে তাক লাগিয়ে দিয়েছে বিভিন্ন ক্রিকেটারের প্রাইস ট্যাগ। মিচেল স্টার্ক থেকে শুরু করে প্যাট কামিন্স তাদের জন্য টাকার থলি নিয়ে যেন বসেছিল। কোটি কোটি টাকা নিমেষে শেষ করা হয়েছে। দুই ঘন্টার ব্যবধানে ভেঙেছে টাকা ব্যয়ের নজির। সানরাইজার্স হায়দরাবাদ ২০.৫০ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্যাট কামিন্সকে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপি জানিয়েছেন নিঃসন্দেহে প্যাট কামিন্স একজন 'টপ ক্লাস' বোলার। তবে তাঁর পিছনে এতটাকা ব্যয় দেখে তিনি যথেষ্ট বিস্মিত।
সেন রেডিওতে এক আলোচনায় গিলেসপিকে বলতে শোনা যায়, 'নিঃসন্দেহে প্যাট কামিন্স একজন অসাধারণ বোলার।সেই বিষয়ে আমার কোন সন্দেহই নেই। ও অসাধারণ একজন অধিনায়ক। আমরা সেটা আগেই দেখেছি। তবে আমি এটা মনে করি যে টি-২০ ফর্ম্যাটটা ওঁর জন্য একেবারেই ভালো ফর্ম্যাট নয়। আমার মতে ও একজন অনবদ্য টেস্ট বোলার। টেস্ট ক্রিকেট হল এমন একটা ফর্ম্যাট যেখানে ও উন্নতির শিখর স্পর্শ করেছে। তবে টি-২০'তেও প্যাট কামিন্স একজন ভালো বোলার। তবে অত প্রাইস ট্যাগ ভীষণ বিপুল একটা বিষয়। আমি এতে বিস্মিত।'
তবে প্যাট কামিন্সের জন্য এটাই প্রথমবার নয়। এর আগেও তাঁকে কয়েক কোটি টাকায় কেনা হয়েছিল। ২০২০ মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স দল তাঁকে ১৫.৫ কোটি টাকা ব্যয় করে কিনেছিল। তবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কামিন্স অবশ্য পিছনে পড়ে যান। তাঁকে পিছনে ফেলেন সতীর্থ মিচেল স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটি টাকা খরচ করে দলে নেয়ে কেকেআর। এই বিষয়ে গিলেসপির মত, 'আমি বিশ্বাস করি স্টার্ককে দলে নেওয়াটা দুর্দান্ত একটা বিষয়। ওঁকে যে অর্থে নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে বিপুল পরিমাণ অর্থ। তবে এটাও মাথায় রাখতে হবে আইপিএল দারুন এক লাভজনক টুর্নামেন্ট। আমি মিচের জন্য খুব আনন্দিত।'
এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। এই অজি তারকাকে রেকর্ড অর্থে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও স্টার্ককে এতো পরিমান টাকা দিয়ে দলে নেওয়ায় অনেকেই অবাক হয়েছে।