শুভব্রত মুখার্জি: সোমবারই পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল ক্যারিয়ারে তাঁর দ্বিতীয় শতরান করেছেন বাবর আজম। পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুরন্ত একটি শতরান করেছেন তিনি। মাত্র ৬৩ বল খেলে ১১১ রান করে অপরাজিত ও থেকে যান তিনি। তাঁর শতরানে ভর করেই পেশোয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে ২০১ রান করতে সমর্থ হয়। অবশেষে ইসলামাবাদের বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে আট রান জয় পায় বাবর আজমের দল। ম্যাচ শেষে বাবর জানিয়েছেন, তাঁর মা তাঁর কাছে সৌভাগ্যের প্রতীক। স্টেডিয়ামে মা উপস্থিত থাকার কারণেই হয়তো তিনি শতরান করত সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন বাবর।
আরও পড়ুন: BCCI-এর চোখ রাঙানিতে DY Patil T20 Cup-এ প্রত্যাবর্তন করলেও, নিরাশ করলেন ইশান কিষান
ম্যাচ শেষে জিও নিউজের মুখোমুখি হয়েছিলেন বাবর আজম। সেখানেই তিনি বলেছেন, ‘আজ (সোমবার) প্রথম বার আমার মা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল আমার খেলা দেখতে। মা খুব খুশি হয়েছে। মা খুব উপভোগ করেছে ম্যাচ। খুব উপভোগ করেছে আমার ইনিংস। মা সব সময়ে আমার খেলা টিভিতে দেখে। মা আমার কাছে সৌভাগ্যের প্রতীক। আর সেটা এদিন ফের একবার প্রমাণিত হয়ে গেল। সম্ভবত আজ মা স্টেডিয়ামে থাকার কারণেই আমি আমার দ্বিতীয় শতরান (পিএসএলে) করতে পেরেছি। মা এদিন ম্যাচ দেখতে এল, আর আমিও শতরান করেছি। তাই খুব খুশি।’
আরও পড়ুন: বিপাকে পড়ে তড়িঘড়ি Ranji Trophy-র সেমিতে খেলছেন শ্রেয়স, তামিলনাড়ু টিমে সুন্দরও
প্রসঙ্গত পেশোয়ার জালমির করা ২০১ রানের জবাবে একটা সময়ে ইসলামাবাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৮১ রান। সেখান থেকে দাঁড়িয়ে তাদের ম্যাচ জয়ের জন্য ১৩ বলে দরকার ছিল ২১ রান। সেখান থেকে দাঁড়িয়ে তারা পরপর সাত বলে পাঁচটি উইকেট হারায়। শেষ পর্যন্ত ম্যাচ হেরেই বসে। টানটান উত্তেজনার ম্যাচে আট উইকেটে জয় পায় পেশোয়ার জালমি। এদিন ইসলামাবাদের হয়ে কলিন মুনরো ৭১ এবং আজম খান ৭৫ রান করেও দলের জয় ছিনিয়ে আনতে পারেননি। ঘটনাচক্রে এই ম্যাচে শতরান করে পিএসএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শতরানকারীর কৃতিত্ব অর্জন করেছেন বাবর। প্রথম স্থানে রয়েছেন কিপার ব্যাটার কামরান আকমল। তাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি শতরান।