ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হার। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমেই ধাক্কা খাওয়ায় অনেক সমালোচনা হয় ভারতীয় দলকে নিয়ে। বিশেষ ঘরের মাটিতে হার, কেউ মেনে নিতে পারেনি। কিন্তু তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি রোহিত শর্মার দলকে। পরপর ম্যাচ জেতায় সিরিজ পকেটে তুলে নেয় তারা।
ধরমশালা টেস্টেও বাজিমাত করল ভারত। ইনিংস সহ ৬৪ রানে ম্যাচ জিতে নিল তারা। যদিও এই টেস্ট সিরিজ আগেই পকেটে তুলে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ফলে ধরমশালার এই টেস্ট দুই দলের কাছেই নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচও জিততে পারল না ইংল্যান্ড। ফলে সিরিজের শেষ ম্যাচেও জয় কার্যত নিশ্চিত ভারতের। তবে এই ম্যাচে ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ রবিচন্দ্রন অশ্বিনের জন্য। কারণ তিনি শততম টেস্ট খেলতে নেমেছেন। স্বাভাবিক ভাবেই তাঁর কাছে এই টেস্ট স্মরণীয়।
নিজের এই স্মরণীয় টেস্টেই রেকর্ড গড়লেন ভারতীয় দলের এই সিনিয়র স্পিনার। প্রথম ইনিংসে বল করতে নেমে তিনি চার উইকেট নেন। এবং দ্বিতীয় ইনিংসে তিনি নেন পাঁচটি টেস্ট। এই পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নজির গড়লেন। বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি শততম টেস্টেও পাঁচ উইকেট নিলেন। ঐতিহাসিক টেস্টে নজির গড়লেন বর্ষীয়ান তারকা।
প্রসঙ্গত, ২০১১ সালে অশ্বিনের টেস্ট অভিষেক হয়। সেবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি। এবার নিজের শততম টেস্টেও সেই ধারাবাহকিতা বজায় রাখলেন তিনি। ধরমশালায় বেন ফোকসকে তুলে নিতেই এই রেকর্ড গড়লেন রবিচন্দ্রন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপ দলেও তাঁকে রাখা হয়। কিন্তু একটি ম্যাচ খেলার পর তাঁকে আর দলে রাখা হয়নি। যা নিয়ে অনেক সমালোচনা দেখা দেয়। কিন্তু সে যাই হোক না কেন, টেস্টে যে তিনি অপ্রতিরুদ্ধ, তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচেও ঠিক তেমনটাই করে দেখালেন তিনি। দলের হয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন তিনি। অশ্বিনের এই রেকর্ডের ফলে স্বাভাবিক ভাবেই খুশি গোটা ভারতীয় দল।