বাংলা নিউজ > ক্রিকেট > PAK vs AFG: ১৫১ রানের দুরন্ত ইনিংসের পথে ধোনির ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন গুরবাজ

PAK vs AFG: ১৫১ রানের দুরন্ত ইনিংসের পথে ধোনির ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন গুরবাজ

মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন গুরবাজ। ছবি- গেটি।

Pakistan vs Afghanistan 2nd ODI: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দেড়শো রানের গণ্ডি টপকে একাধিক ব্যক্তিগত নজির গড়েন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

হাম্বান্তোতায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দাপুটে শতরান করার পথে একাধিক ব্যক্তিগত নজির গড়েন রহমানউল্লাহ গুরবাজ। একটি বিশেষ ক্ষেত্রে তিনি ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনির সর্বকালীন রেকর্ড।

বৃহস্পতিবার রহমানউল্লাহ ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ১২২ বলে। সাহায্য নেন ৭টি চার ও ৩টি ছক্কার। শেষমেশ ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫১ বলে ১৫১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে মাঠ ছাড়েন গুরবাজ।

ধোনির রেকর্ড ভাঙেন গুরবাজ:-

রহমানউল্লাহই প্রথম উইকেটকিপার-ব্যাটার, যিনি পাকিস্তানের বিরুদ্ধে ছেলেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকান। অর্থাৎ, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলা উইকেটকিপারে পরিণত হন আফগান তারকা।

এই নিরিখে গুরবাজ ভেঙে দেন ধোনির রেকর্ড। এতদিন ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলা উইকেটকিপার ছিলেন মাহি। তিনি ২০০৫ সালে বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে ১৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১৪৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। এবার থেকে রহমানউল্লাহর নামে লেখা থাকবে সেই রেকর্ড।

আরও পড়ুন:- World Cup 2023 Ticket: পকেটে মাস্টারকার্ড থাকলে আজই কেটে ফেলুন বিশ্বকাপের টিকিট, বাকিরা কবে সুযোগ পাবেন?

গুরবাজের কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস:-

রহমানউল্লাহ ওয়ান ডে তথা আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন এদিন। এর আগে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৪৫ রানের। চলতি বছরেই চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সেই নজির গড়েন তিনি। সুতরাং হাম্বান্তোতায় পাকিস্তানের বিরুদ্ধে ১৫১ রান এখন আন্তর্জাতিক ক্রিকেটে গুরবাজের খেলা সেরা ইনিংস।

আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস গুরবাজের:-

ইব্রাহিম জাদরানের পরে আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ম্যাচে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকান রহমানউল্লাহ। ইব্রাহিম গতবছর নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৮ বলে ১৬২ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন। সেটিই এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে কোনও ব্যাটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত ওয়ান ডে ইনিংস। রহমানউল্লাহর ১৫১ সেই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। তৃতীয় স্থানে রয়েছে গুরবাজেরই বাংলাদেশের বিরুদ্ধে করা ১৪৫।

আরও পড়ুন:- T10 ক্রিকেটে বিরল ঘটনা, দুই ক্যাপ্টেন আউট ইনিংসের প্রথম বলে, ইউসুফ পাঠান ব্যর্থ হতেই ৯ ওভারে বান্ডিল গম্ভীররা

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সিরিজের প্রথম ম্যাচে এই আফগানিস্তান দলই মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন