বাংলা নিউজ > ক্রিকেট > কেরলকে গুঁড়িয়ে ১৬ বছর পর Vijay Hazare-এর সেমিতে রাজস্থান, মুখোমুখি হবে বিদর্ভকে হারানো কর্ণাটকের

কেরলকে গুঁড়িয়ে ১৬ বছর পর Vijay Hazare-এর সেমিতে রাজস্থান, মুখোমুখি হবে বিদর্ভকে হারানো কর্ণাটকের

মাহিপাল লোমরো।

১৬ বছর পর বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল রাজস্থান। ২০০৭ সালে বিজয় হাজারেতে রানার্স আপ হয়েছিল রাজস্থান। এছাড়াও বিদর্ভকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল কর্ণাটকও। সেমিফাইনালে রাজস্থান এবং কর্ণাটক মুখোমুখি হবে।

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে একেবারে আগুনে মেজাজে ছিল রাজস্থান। কেরালাকে একেবারে ২০০ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠল দীপক হুডার দল। ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল রাজস্থান। ২০০৭ সালে বিজয় হাজারেতে রানার্স আপ হয়েছিল রাজস্থান।

কেরালার আগের ম্যাচগুলির ফলাফলের দিকে তাকালে, কঠিন লড়াইয়ের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু রাজস্থানের ২৬৮ রানের লক্ষ্যের সামনে দেড় ঘণ্টাও দাঁড়াতে পারেনি কেরলের ব্যাটসম্যানরা। সৌরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে রাজস্থান প্রথমে ২৬৭ রান করে। এর পর মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় কেরালার ইনিংস। ২০০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল রাজস্থান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল রাজস্থান। ৪৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। অভিজিৎ তোমার ১৫ (২৭ বলে), এবং রাম চৌহান ১৮ (৩১ বলে) করে ১০ ওভারের মধ্যে সাজঘরে ফিরে গেল বড় ধাক্কা খায় রাজস্থান। আঁখি সাথের দশম ওভারেই এই ২ উইকেট তুলে নেন। তবে এর পর হাল ধরেন মাহিপাল লোমরো। তবে দলের অধিনায়ক দীপক হুডা (৩৪ বলে ১৩ রান) এবং করণ লাম্বারা (২৪ বলে ৯ রান) বেশীক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে পঞ্চম উইকেটে কুণাল সিং রাঠোর সঙ্গ দেন মাহিপালকে। কুণাল অবশ্য ২টি ছক্কা এবং ৭টি চারের হাত ধরে ৫২ বলে ৬৬ করে আউট হয়ে যান। কিন্তু মাহিপাল ১১৪ বলে অপরাজিত ১২২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁ এই ইনিংস সাজানো ছিল ৬টি করে চার এবং ছক্কায়। এর পরে বাকিরা এক অঙ্কেই আটকে গিয়েছেন।

নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৭ রান করে রাজস্থান। কেরলের হয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছেন আঁখি সাথের। বেসিল থামপি নিয়েছেন ২ উইকেট।

রান তাড়া করতে নেমে রাজস্থান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কেরল। তাদের ব্যাটিং লাইনআপ পুরো তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মাত্র ৬৭ রানেই হয়ে যায় খেল খতম। সর্বোচ্চ ২৮ রান (৩৯ বলে) করেন সচিন বেবি। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান কেরলের অধিনায়ক রোহন কুন্নুম্মল। তিনি ২১ বলে ১১ রান করেন। আর বাকি ব্যাটাররা দুই অঙ্কেও পৌঁছতে পারেননি। তথৈবচ দশা। দ্বিতীয় ইনিংসের ২১ ওভারেই খেলা শেষ করে দেয় রাজস্থান। মরু রাজ্যের হয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন অনিকেত চৌধুরি। ৩ উইকেট নিয়েছেন আরাফত খান। খালিল আহমেদ নিয়েছেন ২ উইকেট।

এদিকে বিদর্ভকে ৭ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল কর্ণাটকও। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় বিদর্ভ। দলের ব্যাটারদের পারফরম্যান্স ছিল তথৈবচ। তার মাঝেও সাতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৯ বলে ৪১ রান করেন শুভম দুবে। ছয়ে নেমে যশ ঠাকুর ৩৮ রান করেন। অক্ষয় ওয়াদকার ওপেন করতে নেমে ৩২ রান করেছিলেন। কর্ণাটকের হয়ে চার উইকেট নেন বিজয়কুমার বৈশক। ২টি করে উইকেট নিয়েছেন মনোজ ভন্ডগে এবং জগদীশ সুচিথ।

রান তাড়া করতে নেমে ৪০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলেকর্ণাটক। ওপেন করতে নেমে রবিকুমার সামর্থ ১১৩ বলে ৭২ রান করেন। ৬৪ বলে ৫১ রান করেন ময়াঙ্ক আগরওয়াল। ৪৫ বলে ৩১ রান করেন নিকিন জোস। বিদর্ভের হর্ষ দুবে নিয়েছেন ২ উইকেট।

ক্রিকেট খবর

Latest News

IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? অগস্টে আসছে ১ম সন্তান, তবু ৫ সদস্যের পরিবার হওয়ার কথা কেন বললেন দীপঙ্কর-অহনা? অক্সফোর্ডে কি সত্যিই ডাক পেয়েছেন মমতা? ১৪ তলার চিঠি দেখালেন দেবাংশু, 'তারিখটা!' ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া Video: নিউজিল্যান্ডের PM লুক্সনকে নিয়ে দিল্লির গুরুদোয়ারায় নরেন্দ্র মোদী ‘ভারতে রেলে ৩৫০ কি.মি পথ যেতে জেনারেল ক্লাসে ভাড়া ১২১ টাকা’, পাকিস্তানে কত? IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির IPL 2025: BCCI-এর বড় সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে মার্কিন দূতাবাসের কাছে USAID তহবিলের বিষয়ে জানতে চেয়েছে ভারত: বিদেশ মন্ত্রক

IPL 2025 News in Bangla

IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির IPL 2025: BCCI-এর বড় সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত RCB-র অনুশীলনে যোগ দিয়ে খোশমেজাজে কিং কোহলি,মাঠে নেমে শুরু করে দিলেন নাচ- ভিডিয়ো বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.