নিউ ইয়র্কে সম্প্রতি সুচিত্রা সেনের স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। সেই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে মার্কিন মুলুকে গিয়েছেন পায়েল সরকার। এই ফিল্ম ফেস্টিভ্যালটিতে তাঁর ছবি বড় বাবুর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। সেটা গ্রহণ করতেই আমেরিকায় গিয়েছেন গত ১৯ এপ্রিল। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর বর্তমানে তিনি মার্কিন মুলুক ঘুরে বেড়াচ্ছেন। শহরের নানা প্রান্ত ঘুরে ঘুরে দেখছেন। তাঁর এই সফর থেকে কেরিয়ার নিয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে কী জানালেন?
নিউ ইয়র্ক ভ্রমণ নিয়ে কী বললেন পায়েল সরকার?
পায়েল সরকার এই বিষয়ে জানিয়েছেন, 'নিউ ইয়র্ক খুব সুন্দর সাজানো শহর। বিদেশে এসেছি আর শপিং করব না? একটু আধটু কেনাকাটা তো করছিই। কিছু ব্র্যান্ডেড জামা আর জুতো কিনেছি।' একই সঙ্গে তিনি জানান, 'এখানে আমার অনেক বন্ধুরা থাকেন। তাঁদের সঙ্গে ঘুরছি। ওঁদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তবে আমি একা ঘুরতেই ভালোবাসি। আত্মোপলব্ধির সুযোগ পাই। মানুষকে ভালো করে পর্যবেক্ষণ করা যায়।'
তবে আজকাল সামান্য থেকে সামান্য কিছু করলে যেখানে বিনোদন জগতের সেলেবরা সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে থাকেন। সেখানে যেন পায়েল খানিক ব্যতিক্রমী। এটা কেন? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'সোশ্যাল মিডিয়ায় আমার অবস্থান নিয়ে কোনও প্রতিযোগিতা নেই। আমি যে এখন নিউ ইয়র্কে রয়েছি সেটাও তো জাহির করার মতো কিছু নয়। আবার ঠিক একই ভাবে অন্যান্য অভিনেত্রীদের মতো আমি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিচ্ছি না মানে আমি পিছিয়ে পড়ছি যে সেটাও না। দর্শকদের সঙ্গে আমার দূরত্বও তৈরি হচ্ছে না। এই ভাবনাটাই হাস্যকর।'
আরও পড়ুন: 'অভূতপূর্ব!' উত্তমকে ফের পর্দায় দেখে চোখে জল তনুজার, অতি উত্তম দেখতে মুম্বইতে প্রসেনজিৎ-পল্লবী সহ এলেন কারা?
আরও পড়ুন: নুসরতের কোলে আস্ত ওরাংওটাং! অভিনেত্রীর গাল ধরে করে দিলেন আদরও! হেসে খুন নেটপাড়া
সোশ্যাল মিডিয়া নিয়ে কী মত পায়েলের?
অভিনেত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, 'সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যা ভীষণ ভাবে স্বতন্ত্র এবং ব্যক্তিগত। আমি সেখানে মাঝে মধ্যে কাজের কথা পোস্ট করি ঠিকই। কিন্তু পরিচিতি পাওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারব না। আমি এখানে এসে অনেক ছবি তুলেছি। যদি কখনও ইচ্ছে হয় পোস্ট করব।'