বাংলা নিউজ > ক্রিকেট > BEN vs MUM Ranji Trophy Day 1 Highlights: রঞ্জিতে ব্যাজবল মুম্বইয়ের! 'সহায়ক' কন্ডিশনেও প্রথম দিনে ৩৩০ রান হজম বাংলার

BEN vs MUM Ranji Trophy Day 1 Highlights: রঞ্জিতে ব্যাজবল মুম্বইয়ের! 'সহায়ক' কন্ডিশনেও প্রথম দিনে ৩৩০ রান হজম বাংলার

ইডেনে দারুণ ইনিংস শিবম দুবের। (ছবি সৌজন্যে পিটিআই)

Bengal vs Mumbai Ranji Trophy Day 1 Highlights:: রঞ্জি ট্রফিতে মুখোমুখি বাংলা এবং মুম্বই। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ। সেই ম্যাচের প্রথম দিনের স্কোরকোর্ড এবং হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। প্রথম দিনে ছয় উইকেটে ৩৩০ রান তুলেছে মুম্বই।

বোলিং সহায়ক কন্ডিশন পেয়েও মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিনেই ৩৩০ রান হজম করল বাংলা। শুক্রবার গুরুত্বপূর্ণ টসে জিতে প্রথম ঘণ্টায় কার্যত কোনও সুযোগ তৈরি পারেননি ইশান পোড়েলরা। তবে লাঞ্চের আগে এবং পরে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করে। ৮৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। কিন্তু সেখান থেকে শিবম দুবেদের মারকুটে ব্যাটিংয়ে চাপে পড়ে যায়। পঞ্চম উইকেটের জুটিতে ১৪২ বলে ১৪৪ রান উঠে যায়। তারপর সাত বলের ব্যবধানে দুই সেট ব্যাটারকে আউট করার ফায়দা তুলতে ব্যর্থ হয় বাংলা। বরং সপ্তম উইকেটে প্রায় ১০০ রান যোগ করে ফেলেন তনুশ কোটিয়ান এবং অথর্ব শেঠ। যা প্রথম দিনের শেষে বাংলা শিবিরে হতাশা তৈরি করবে। কারণ পিচে এখনও 'প্রাণ' আছে।  

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের প্রথম দিনের স্কোরকার্ড

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের প্রথম দিনের আপডেট

— বাংলার হয়ে তিনটি উইকেট পেয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ২৬ ওভারে ৯৫ রান দিয়েছেন। ইশান পোড়েল, অঙ্কিত মিশ্র এবং মহম্মদ কাইফ একটি করে উইকেট পেয়েছেন।

— ইডেন গার্ডেন্সে প্রথম দিনের খেলা শেষ। ৭৫ ওভারে মুম্বইয়ের স্কোর ছয় উইকেটে ৩৩০ রান। সপ্তম উইকেটে ১৪৭ বলে অপরাজিত ৯৯ রানের পার্টনারশিপ করেছেন তনুশ কোটিয়ান এবং অথর্ব শেঠ। ৭৩ বলে ৫৫ রানে খেলছেন তনুশ। ৭৮ বলে ৪১ রানে খেলছেন অথর্ব।

— তনুশ কোটিয়ান ও অথর্ব বিনোদের জুটিও ভোগাচ্ছে বাংলাকে। ৬৩ ওভারে মুম্বইয়ের স্কোর ছয় উইকেটে ২৯৮ রান। কোটিয়ান ৪৩ বলে ৪৬ রানে খেলছেন। ৩৬ বলে ১৯ রানে খেলছেন অথর্ব। তাঁদের জুটিতে ৭৫ বলে ৬৭ রান যোগ করে ফেলেছে মুম্বই। মুম্বই যেভাবে রান তুলছে, তা দেখে মনে হচ্ছে যে আদতে ইডেনে ব্যাজবল খেলা হচ্ছে।

— চা-পানের বিরতি ইডেন গার্ডেন্সে। ৫৫ ওভারে মুম্বইয়ের স্কোর ছয় উইকেটে ২৫২ রান। দ্বিতীয় সেশনে চার উইকেট হারিয়েছে মুম্বই। তবে রানরেট ৫.৩৬। আর সেটা সম্ভব হয়েছে শিবম দুবেদের জুটির কারণে।

— পরপর দু'ওভারে দু'উইকেট হারাল মুম্বই। আর দু'জনেই সেট ব্যাটার ছিলেন। ৭৬ বলে ৭১ রান করে আউট হয়ে গেলেন সূর্যাংশ শেডগে। ৫০.২ ওভারে মুম্বইয়ের স্কোর ছয় উইকেটে ২৩১ রান। বড় শট মারতে যান। কিন্তু আউট হয়ে যান।

— অবশেষে শিবম দুবেদের জুটি ভাঙল বাংলা! বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেলেন ৭২ বলে ৭২ রান করেন মুম্বইয়ের অধিনায়ক। তাঁর ক্যাচ ধরেন সুরজ জয়সওয়াল। উইকেট নিয়েছেন মহম্মদ কাইফ। ৪৯.১ ওভারে মুম্বইয়ের স্কোর পাঁচ উইকেটে ২৩১ রান। দুবেদের জুটিতে ১৪২ বলে ১৪৪ রান ওঠে।

— ১৭৪ বলে প্রথম ১০০ রান করেছিল মুম্বই। দ্বিতীয় ১০০ রান করল মাত্র ৯৬ বলে। রীতিমতো মেরে খেলছেন শিবম দুবেরা। তার জেরে চার উইকেটে ৮৭ রান থেকে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই।

— পঞ্চম উইকেটে শতরানের জুটি শিবম দুবে এবং সূর্যাংশ শেডগে। আপাতত ১১০ বলে ১০২ রানের জুটি গড়ে ফেলেছেন তাঁরা। ৪৪ ওভারে মুম্বইয়ের স্কোর চার উইকেটে ১৮৯ রান। দুবে ৫৮ বলে ৫৭ রানে খেলছেন। যিনি কখনও টি-টোয়েন্টি খেলছেন। কখনও একদিনের ম্যাচের মতো খেলছেন। ১১টি চার মেরেছেন। আর সূর্যাংশ খেলছেন ৪৯ রানে। তিনি আটটি চার মেরেছেন।

— লাঞ্চের পরে আট বলের ব্যবধানে বাংলা দু'উইকেট তুলে নিলেও পালটা আক্রমণ শিবম দুবেদের। ৩৮ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়াল চার উইকেটে ১৪২ রান। ৩২ বলে ২৪ রানে খেলছেন দুবে। ৪৮ বলে ৩০ রানে খেলছেন সূর্যাংশ শেডগে। তাঁদের জুটিতে ৫৫ রান যুক্ত হয়ে গিয়েছে।

— আপাতত যেরকম বলে বাংলার পেসাররা মুম্বইয়ের ব্যাটারদের আউট করছেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে মনোজ তিওয়ারিদের চাপের মুখে পড়তে হবে। পিচে এখনও প্রাণ আছে। বাড়তি বাউন্স আছে।

— ফের আউট!!!! চতুর্থ উইকেট পেল বাংলা। বাড়তি বাউন্স পিচে। আর প্রসাদ পাওয়ারের ব্যাটের কাণায় বল লেগে উইকেটের পিছনে চলে গেল। সহজ ক্যাচ ধরলেন অভিষেক পোড়েল। ২৭ বলে নয় রান করেন প্রসাদ। ২৫.৪ ওভারে মুম্বইয়ের স্কোর চার উইকেটে ৮৭ রান। উইকেট নিলেন ইশান পোড়েল। যিনি সকালে একেবারেই ছন্দে ছিলেন না।

— লাঞ্চের পরেই ১৪ বলের মাথায় উইকেট পেল বাংলা। আবারও সাফল্য এনে দিলেন সেই সুরজ জয়সওয়াল। একেবারে পেসার স্পেশাল আউট। হার্দিকের ব্যাটের কাণায় লেগে বলটা পিছনে চলে যায়। ক্যাচ ধরে নেন অভিষেক পোড়েল। ২৪.২ ওভারে মুম্বইয়ের স্কোর তিন উইকেটে ৮৭ রান। ২৫ বলে ১৯ রান করেন হার্দিক। পিচে যে ‘প্রাণ’ আছে, তা বোঝা যাচ্ছে।

— লাঞ্চের পরে খেলা শুরু হল ইডেন গার্ডেন্সে। লাঞ্চের পরই উইকেট তুলে নিতে মরিয়া বাংলা। অন্যদিকে, পরপর দু'উইকেট হারানোর পরে নতুন করে জুটি গড়ে মুম্বইকে ভালো জায়গায় নিয়ে যেতে চাইবেন হার্দিক তামোরে এবং প্রসাদ পাওয়ার।

— প্রথম দিনের লাঞ্চ। মাত্র ২২ ওভার খেলা হল। এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ২২ ওভারে মুম্বইয়ের স্কোর দুই উইকেটে ৭৫ রান। ক্রিজে আছেন হার্দিক তামোরে। ১৯ বলে ১৩ রানে খেলছেন। আর আছেন প্রসাদ পাওয়ার। ১৫ বলে তিন রানে খেলছেন। বাংলার হয়ে একটি উইকেট নিয়েছেন অঙ্কিত মিশ্র। অপর উইকেট নিয়েছেন সুরজ জয়সওয়াল। প্রথম ঘণ্টায় কোনও উইকেট পায়নি বাংলা। 

— আউউউউট!! আউট হয়ে গেলেন পৃথ্বী শ। ৪২ বলে ৩৫ রান করলেন। ১৮.৩ ওভারে মুম্বইয়ের স্কোর দুই উইকেটে ৫৮ রান। দারুণ বোলিং সুরজ জয়সওয়ালের। মুম্বইয়ের তারকা ব্যাটারকে একেবারে বেকায়দায় ফেলে দেন। তাঁর ব্যাটের কাণায় বেগে বলটা উইকেটের পিছনে চলে যায়। সহজ ক্যাচ ধরেন অভিষেক পোড়েল। গুরুত্বপূর্ণ উইকেট। দারুণভাবে ক্রিজের ব্যবহার সুরজের। 

— অবশেষে উইকেট পেল বাংলা। আউট হলেন ভূপেন লালওয়ানি। উইকেট পেলেন অঙ্কিত মিশ্র। এলবিডব্লুউ করলেন। ১৫.৪ ওভারে মুম্বইয়ের স্কোর এক উইকেটে ৫০ রান। ৫৬ বলে ১৮ রান করেন ভূপেন। ৩০ রানে খেলছেন পৃথ্বী শ।

— আগের থেকে কিছুটা ভালো বোলিং বাংলার। টানা তিনটি ওভার মেডেন হল। মহম্মদ কাইফও বল করতে এসেছেন। ইশান পোড়েলের থেকে অনেক বেশি কার্যকরী লাগছে সুরজ জয়সওয়ালকে। ১১ ওভারে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ১৬ রানে খেলছেন পৃথ্বী শ। ভূপেন লালওয়ানি খেলছেন ১৭ রানে।

— পাঁচ ওভারে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ১৫ বলে আট রানে খেলছেন ভূপেন লালওয়ানি। ১৫ বলে ১৩ রানে খেলছেন পৃথ্বী শ। তবে বাংলার শিবির হতাশ হবে। কারণ পিচে ঘাস থাকলেও সেই সুবিধা নিতে পারলেন না বাংলার পেসাররা। তাঁরা নিয়ন্ত্রণহীন বোলিং করছেন। একটা ভালো বল করলে চারটি বাজে বল করছেন। ফলে সকালে পিচে যে ফায়দা আছে, সেটা কাজে লাগছে না। উলটে ভালো শুরু করে ফেলেছে মুম্বই।

— মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নামলেন পৃথ্বী শ এবং ভূপেন লালওয়ানি। চোট কাটিয়ে দীর্ঘদিন পরে দলে ফিরলেন তারকা ক্রিকেটার পৃথ্বী। বাংলার হয়ে বল করছেন সূরজ জয়সওয়াল। আপাতত ইডেনে রোদ উঠেছে। কড়া রোদ অবশ্য ওঠেনি। যদিও আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতায়। আউটফিল্ড কিছুটা ঢিমেগতির আছে।

আরও পড়ুন: Ranji Trophy 2024: পাঁচজন শূন্য, হিম্মত ১৯৪, ব্যর্থতার ধারা কাটিয়ে ক্যাপ্টেন একা জেতালেন দিল্লিকে

মুম্বইয়ের প্রথম একাদশ: পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, শিবম দুবে (অধিনায়ক), সূর্যাংশ শেডগে, মোহিত আওয়াস্তি, প্রসাদ পাওয়ার (উইকেটকিপার), ধবল কুলকার্নি, রয়স্টন ডায়াস, অথর্ব বিনোদ, তনুশ কোটিয়ান এবং হার্দিক তামোরে।

বাংলার প্রথম একাদশ: শ্রেয়াংশ ঘোষ, সৌরভ পাল, সুদীপকুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), করণ লাল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ইশান পোড়েল এবং অঙ্কিত মিশ্র।

— এবারের রঞ্জি ট্রফির গ্রুপ লিগে সবথেকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামল বাংলা। কলকাতার ইডেন গার্ডেন্সে অজিঙ্কা রাহানেদের মুম্বইয়ের মুখোমুখি মনোজ তিওয়ারির বাংলা। তবে এই ম্যাচে নিয়মিত রাহানে খেলছেন না। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মনোজ। ঘাস থাকলেও ইডেন গার্ডেন্সের পিচ যে পুরোপুরি পেসারদের স্বর্গ, সেটা বলা যাবে না। সেই পরিস্থিতিতে বাংলার বোলাররা কেমন বল করেন, সেদিকে নজর থাকবে। 

— টসেই চমক। মনোজ তিওয়ারির সঙ্গে টস করতে এলেন শিবম দুবে। অর্থাৎ অজিঙ্কা রাহানে খেলছেন না। ফিরছেন পৃথ্বী শ। আর সেই পরিস্থিতিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলার অধিনায়ক মনোজ। কিছুটা উদ্ভটভাবে টস করেন বাংলার অধিনায়ক। আর তাতে তাঁর পক্ষেই যায় ভাগ্য।

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের প্রথম দিনের পিচ রিপোর্ট: ইডেন গার্ডেসের উইকেট একদম শক্ত। উইকেটে তিন মিলিমিটারের ঘাস আছে। ভালোভাবে রোলিং হয়েছে পিচে। বৃষ্টি হওয়ায় পিচ থেকে সাহায্য পাবেন বোলাররা। যে দল টসে জিতবে, সেই দল প্রথমে বল করতে চাইবে।

— সকাল ৯ টা ৩০ মিনিটে ইডেন গার্ডেন্সে টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এখনও টস হয়নি। এবার রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ হলেই যেন প্রকৃতি বিরূপ হয়ে যাচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে উত্তরপ্রদেশের বিরুদ্ধে পুরো পয়েন্ট ঘরে তোলার সুযোগ হাতছাড়া হয় বাংলার। ছত্তিশগড়ের বিরুদ্ধেও সেই সুযোগ হাতছাড়া হয়।

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে বাংলা। যা এবারের রঞ্জি ট্রফিতে বাংলার পঞ্চম ম্যাচ। শুরুটা আহামরি না হলেও চতুর্থ ম্যাচে অসমের বিরুদ্ধে সাত পয়েন্ট তুলে নিয়ে এলিট গ্রুপ ‘বি’-তে ভালো জায়গায় চলে এসেছে বাংলা। আর মুম্বইয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে মরিয়া মনোজ তিওয়ারিরা। যদিও অজিঙ্কা রাহানে, শিবম দুবেদের বিরুদ্ধে কাজটা সহজ হবে না। আর সেই বাংলা বনাম মুম্বই ম্যাচের প্রথম দিনের খেলার লাইভ স্কোরকার্ড ও টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

আরও পড়ুন: Ranji Trophy 2024: চার ম্যাচের শেষে রঞ্জির এলিট গ্রুপে সব থেকে বেশি রান জগদীশানের, পূজারা ও রিকি রয়েছেন প্রথম পাঁচে

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন? কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.