ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪ ওভার বল করে ৭৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি টেস্ট সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অশ্বিন। সেই সঙ্গে সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশিবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলের সর্বকালীন রেকর্ড ভেঙে দেন রবিচন্দ্রন।
অশ্বিন নিজের টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ৩৬ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি ১০০টি টেস্টের ১৮৯টি ইনিংসে বল করে এমন নজির গড়েন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সব থেকে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়ে ফেলেন রবিচন্দ্রন।
এতদিন এই রেকর্ড ছিল অনিল কুম্বলের নামে। যদিও অশ্বিন এই নিরিখে কুম্বলের পাশে বসে পড়েছিলেন রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে। এবার ধরমশালা টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের ৫ উইকেট দখল করে এককভাবে রেকর্ড নিজের নামে করেন রবিচন্দ্রন। কুম্বলে ১৩২টি টেস্টের ২৩৬টি ইনিংসে বল করে মোট ৩৫ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সুতরাং, কুম্বলের থেকে ৩২টি টেস্টে কম খেলেই তাঁকে টপকে যান রবিচন্দ্রন।
সার্বিকভাবে টেস্টের ইতিহাসে সব থেকে বেশিবার এক ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় যুগ্মভাবে তিন নম্বরে উঠে আসেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিরিখে তিনি বসে পড়েন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলির পাশে। হ্যাডলি ৮৬টি টেস্টের ১৫০টি ইনিংসে বল করে ৩৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
আপাতত টেস্টে সব থেকে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় অশ্বিনের সামনে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। মুরলিধরন ১৩৩টি টেস্টের ২৩০টি ইনিংসে বল করে ৬৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ওয়ার্ন ১৪৫টি টেস্টের ২৭৩টি ইনিংসে বল করে ৩৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। মুরলিধরন বিস্তর দূরে থাকলেও অশ্বিন অবিলম্বে টপকে যেতে পারেন শেন ওয়ার্নকে।
অশ্বিন ধরমশালা টেস্টের প্রথম ইনিংসে ১১.৪ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। সুতরাং, কেরিয়ারের শততম টেস্টের দুই ইনিংস মিলিয়ে অশ্বিন মোট ৯টি উইকেট পকেটে পোরেন। তিনি ৫ ম্যাচের সিরিজে দু'দলের মধ্যে সব থেকে বেশি ২৬টি উইকেট সংগ্রহ করেন।