৯০-র দশকে বা তারপরে মাঠে বা রাস্তায় ছোটদের একটি খেলা দেখা যেত। যা 'গুলি' খেলা নামেও পরিচিত। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই খেলা হয়তো অনেকেই ভুলে গিয়েছে। এখন সচরাচর এমন খেলা দেখাও যায় না। স্মার্ট ফোন আর ইন্টারনেটের যুগে এই গুলি খেলা এখন অস্তিত্ব সংকটে বললে খুব একটা ভুল হবে না। এবার সেই খেলা দেখেই রাস্তায় দাঁড়িয়ে গেলেন ঋষভ পন্ত। শুধু তাই নয়, মুখে কাপড় বেঁধে খুদেরের সঙ্গে গুলি খেলায় মাতলেনও ঋষভ পন্ত। আর সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
পন্ত এমন ঘটনা এই প্রথম ঘটিয়েছেন এমনটা একেবারেই নয়। এর আগেও বিভিন্ন কারণে ভাইরাল হয়েছেন ভারতীয় দলের তরুণ এই তারকা। এবার ফের একবার পুরনো দিনে ফিরে গেলেন পন্ত। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করেন তিনি। সম্প্রতি তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। বিশেষ করে তাঁকে পেতে মরিয়া দিল্লিও। কারণ গত মরশুমে তিনি ছিলেন না। তাঁর পরিবর্তে ডেভিড ওয়ার্নার অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। কিন্তু সেইভাবে সাফল্য এনে দিতে পারেননি অজি তারকা। ফলে প্রত্যেকেই চাইছেন পন্ত তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দিক। তাই দিল্লি ম্যানেজমেন্টও পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে রয়েছে এনসিএর ছাড়পত্র পাওয়ার জন্য।
প্রসঙ্গত, গত ২০২২ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। তাঁর শরীরে একাধিক জায়গায় গুরুতর চোট লাগে। লিগামেন্ট অস্ত্রোপচারও করা হয় তাঁর। তারপর থেকেই ২২ গজ থেকে দূরে রয়েছেন তিনি। যদিও সম্প্রতি নেটে শ্যাডো অনুশীলন করতে দেখা গিয়েছে পন্তকে। তবে তিনি যে দ্রুত সুস্থ হয়ে উঠছেন, তা বলার অপেক্ষা রাখে না। তিনি আগের চেয়ে অনেকটাই ফিট। যদিও আইপিএলের প্রথম পর্বে তাঁকে উইকেটের পিছনে দেখা যাবে না বলেই জানা গিয়েছে।
পন্ত প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,‘ফিট হওয়ার জন্য পন্ত সব কিছু করেছে এবং এই কারণেই এনসিএ ওকে পুরো ফিট ঘোষণা করতে চলেছে। ৫ মার্চ ঋষভকে আগে ছাড়পত্র পেতে দিন, তবেই আমরা অধিনায়কত্বের ব্যাকআপ নিয়ে কথা বলব। আমরা ওর বিষয়ে অনেক বেশি সতর্ক থাকছি। কারণ ওর সামনে অনেক দীর্ঘ ক্যারিয়ার পড়ে রয়েছে। আমরা ওকে উত্তেজনায় ঠেলে দিতে চাই না। আমরা আগে দেখব, ঋষভ কেমন প্রতিক্রিয়া করছে। এনসিএ ওকে ছাড়পত্র দিলেই, ও শিবিরে যোগ দেবে। আমরা ম্যাচ বাই ম্যাচ দেখব। আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি না।’