শুভব্রত মুখার্জি:- ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে রয়েছে বাংলাদেশ সফরে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল দুর্দান্ত ফর্মে রয়েছে। এই মুহূর্তে তারা ব্যস্ত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্যালেন্ডার এখন আগের থেকে অনেকটাই বেড়েছে। এবার হরমনপ্রীতদের সেই ব্যস্ত সূচিতে যোগ হতে চলেছে আরো একটি সফর।
ভারত সফরে আসতে চলেছে লরা উলভার্টের দেশ দক্ষিণ আফ্রিকা। আগামী জুন-জুলাই মাসে ভারত সফরে আসতে চলেছে দক্ষিণ আফ্রিকা দল। শুক্রবার এই খবরটি নিশ্চিত যদিও করা হয়নি ভারতীয় বোর্ডের তরফে। তবে বোর্ড সূত্রে খবর খুব শীঘ্রই বিসিসিআইয়ের তরফে এই অফিসিয়াল ঘোষণা করা হবে।
বোর্ড সূত্রে যা জানা যাচ্ছে তা হল তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা দল। ৯ জুন থেকে শুরু হবে এই সফর। চলবে ৯ জুলাই পর্যন্ত। এই সফরে দক্ষিণ আফ্রিকা দল খেলবে একটি টেস্ট ম্যাচ। খেলবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, 'ভারতের দক্ষিণভাগে অর্থাৎ দক্ষিণ ভারতে এই সিরিজ খেলা হবে। দেশের বেশিরভাগ রাজ্যে এই সময়ে বৃষ্টি হয় অর্থাৎ বর্ষাকাল থাকে। তাই এই সময়ে চেন্নাই, বেঙ্গালুরুর মতন শহরে ম্যাচগুলো করার পরিকল্পনা করা হয়েছে। বর্ষাকাল শুরু হয়ে গেলে সিরিজ শেষ করাটা সমস্যা হতে পারে সেকথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
শেষবার ২০১৪ সালে ভারত সফরে এসে টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা দল। সেবার মাইসোরে নভেম্বর মাসে টেস্ট খেলেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দল। ওই ম্যাচটি ভারতীয় দল বড় ব্যবধানে জিতেছিল। তারা জয় পেয়েছিল এক ইনিংস এবং ৩৪ রানে।
গত বছর ডিসেম্বর মাসে ভারত তাদের ঘরের মাটিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার পরে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাবে ভারতীয় দল। ১৯ জুলাই থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। এরপরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপ খেলতে সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল।