শুভব্রত মুখার্জি:- বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বক্সিং ডে টেস্ট মাত্র তিনদিনেই জিতে নিয়েছে প্রোটিয়ারা। বৃষ্টিবিঘ্নিত টেস্টে ভারতকে এক ইনিংস এবং ৩২ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। প্রোটিয়া পেসারদের দাপটে দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে কার্যত। প্রথম টেস্ট জিতে ভারতের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজে আপাতত ১-০ ফলে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। তবে এর মাঝেও কিছুটা খারাপ খবর এসেছে তাদের জন্য। অধিনায়ক তেম্বা বাভুমা হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন। আর বাভুমার অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন ডিন এলগার।
ঘটনাচক্রে এই টেস্ট আবার এলগারের টেস্ট কেরিয়ারের শেষ টেস্ট হতে চলেছে। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই এলগার জানিয়ে দিয়েছিলেন এই সিরিজ তাঁর টেস্ট কেরিয়ারের শেষ টেস্ট হতে চলেছে। আর সেই টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগও এবার পেয়ে গেলেন তিনি।
সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ চলাকালীন প্রথম দিন চোট পান বাভুমা। তাঁর বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। স্ক্যান করার পরে ডাক্তাররা তাঁকে বিশ্রামের নির্দেশ দেন। ফলে প্রথম টেস্টে আর খেলা হয়নি তাঁর। এরপর ওয়ান্ডারার্স টেস্ট থেকেও ছিটকে গেলেন বাভুমা। তাঁর অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ডিন এলগার। ভারতকে প্রথম টেস্টে হারিয়ে দেওয়ার পর তে সাংবাদিক সম্মেলন হয়, সেখানে এই খবর জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড শুক্রি। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই ২০তম ওভারে মার্কো জানসেনের বলে বিরাট কোহলির দারুণ একটি ড্রাইভ অনেকটা দৌড়ে আটকান প্রোটিয়া অধিনায়ক। এরপরেই তিনি টান অনুভব করেন পেশিতে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়েন যান। পরে মাঠ ছেড়ে যান বাভুমা। ম্যাচের বাকিটা সময়ে দলকে নেতৃত্ব দেন এলগার। এদিন বাভুমার বদলি ক্রিকেটারের নামও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা কোচ।
তিনি জানিয়েছেন, ‘শারীরিকভাবে তেম্বা খুব ভালো অবস্থায় নেই। তবে এই টেস্টে যে কোনও ভাবে ব্যাটিংয়ের জন্য ও প্রস্তুত ছিল। আমরা তাঁর অবস্থা সর্বক্ষণ পর্যবেক্ষণ করেছি। কিছু বিষয় ছিল ট্যাকটিক্যাল। ওঁর সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখেছি আমাদের। ঝুঁকি ছিল ওর। খেললে অবস্থা আরও খারাপ হতে পারে। দুই সপ্তাহ সময়ের মধ্যে ওকে ফের দেখা হবে। নিশ্চিতভাবেই বাভুমা কেপটাউনে খেলতে পারবে না। ওর বদলে দলে জুবায়ের হামজা যোগ দেবে।'উল্লেখ্য এলগার আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ থেকে চলতি বছরের শুরুর দিক পর্যন্ত তাঁর নেতৃত্বে ১৭টি টেস্ট খেলেছে জাতীয় দল। যার মধ্যে ৯টিতে ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা।