মধ্যপ্রদেশে ফের ধাক্কা কংগ্রেসের। রাজ্যের দলের তৃতীয় বড় নেতা যোগ দিলেন কংগ্রেসে। এমন একটি সময় তিনি দল ছাড়লেন, যখন রাহুল গান্ধী রাজ্যেই প্রচারে রয়েছেন। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের ছ'বারের বিধায়ক রামনিবাস রাওয়াত। মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য দলের প্রধান ভিডি শর্মা এবং রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের উপস্থিতিতে শেওপুরে একটি বিশাল সমাবেশে তিনি বিজেপিতে যোগ দেন।
এ মুহূর্তে রাজ্যে দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন রাহুল গান্ধী। যখন রামনিবাস রাওয়াত বিজেপিতে যোগ দিচ্ছিলেন, সেই সময় রাহুল পার্শ্ববর্তী ভিন্দ জেলায় এক সমাবেশে বক্তব্য রাখছিলেন।
মার্চ মাস থেকে কংগ্রেস নেতারা বিজেপি শিবিরে যেতে শুরু করেছেন। মার্চে কয়েকজন নেতা দল ছাড়েন।
আরও পড়ুন। 'হিংসায় মদত খোদ মমতার', নির্বাচন কমিশনে নালিশ করল অশ্বিনী বৈষ্ণবরা
দশ দিন আগে, প্রাক্তন বিধায়ক হরিবল্লভ শুক্লা তাঁর সমর্থক এবং অন্যান্য নেতাদের সঙ্গে বিজেপিতে যোগ দিতে ভোপালে গিয়েছিলেন। সোমবার, অক্ষয় কান্তি বম ১৩মে ইন্দোরে নির্বাচনের আগে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। কয়েক ঘণ্টার মধ্যে তিনি বিজেপিতে যোগ দেন। কংগ্রেস বর্তমান বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে বমকে প্রার্থী করেছিল।
আরও পড়ুন। ‘টুনির মায়ের নাম কী?’ লোকসভা নির্বাচনের প্রচারে এবার নতুন ঝড় তুলল সিপিএম
২০১৯ সালে লোকসভা নির্বাচনে এবং গত বছরের বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। এবারের লোকসভা নির্বাচনেও ভাল ফলের প্রত্যাশা করেছে তারা। তারপর থেকে রাজ্য কংগ্রেসের ভাঙন শুরু হয়েছে।
মধ্যপ্রদেশে ২৯টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে ২০১৯ সালে ২৮টি জেতে বিজেপি জিতেছিল। ব্যতিক্রম ছিল ছিন্দওয়ারা, ঐতিহ্যগতভাবে কংগ্রেসের ঘাঁটি।
আরও পড়ুন। এবার মমতা দিদির–ভাইপোর বিদায় নেওয়ার পালা’, মেমারি থেকে হুঙ্কার অমিত শাহে