বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌এটা উত্তরপ্রদেশ হলে উলটো করে টাঙিয়ে দিতাম’‌, রামনবমীর হিংসা নিয়ে যোগীর হুঙ্কার

‘‌এটা উত্তরপ্রদেশ হলে উলটো করে টাঙিয়ে দিতাম’‌, রামনবমীর হিংসা নিয়ে যোগীর হুঙ্কার

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ আজ দাবি করেন, বাংলার এখন যা পরিস্থিতি ঠিক সেই অবস্থা সাত বছর আগে উত্তরপ্রদেশেরও ছিল। কিন্তু কয়েক বছর ধরে সে রাজ্যে কোনও হিংসার ঘটনা ঘটেনি। যদিও হাথরাস, উন্নাও এসব উল্লেখ করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সন্দেশখালির ঘটনা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান যোগী।

রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছে বাংলায়। এবার নির্বাচনী প্রচারে বাংলায় এসে তৃণমূল কংগ্রেস সরকারকে চরম আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নবরাত্রি হোক কিংবা রামনবমী, কোনও অনুষ্ঠানেই তাঁর রাজ্যে কোনও হিংসার ঘটনা ঘটে না। তাহলে বাংলায় কেন ঘটে?‌ প্রশ্ন তোলেন যোগী। এই ঘটনা যদি তাঁর রাজ্যে হতো তাহলে অভিযুক্তদের কড়া শাস্তি দিতেন তিনি বলেও সরব হন। আর বাংলায় পা রেখে দিলেন উলটো করে টাঙিয়ে দেওয়ার নিদান। আজ, মঙ্গলবার বহরমপুরের বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার সমর্থনে শক্তিপুরে প্রতাপ সংঘের মাঠে সভা করেন যোগী আদিত্যনাথ।

এদিকে আজ বাংলায় নির্বাচনী প্রচারে এসে যোগী সবকিছুর জন্য দায়ী করলেন তৃণমূল কংগ্রেস সরকারকে। আর এখান থেকে যোগী আক্রমণ শানিয়ে বলেন, ‘‌রামনবমীর হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? বাংলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? উত্তরপ্রদেশ হলে উলটো করে টাঙিয়ে দিতাম। এমন অবস্থা করা হতো যেন সাত প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যায়। উত্তরপ্রদেশে কোনও অনুষ্ঠানে দাঙ্গা, ঝামেলা হয় না। কিন্তু বাংলায় রামনবমীর মতো দিনে হিংসার ঘটনা ঘটে। কেন?‌ সেই জবাব রাজ্যের সরকারকেই দিতে হবে। অভিযুক্তদের উল্টো করে আমি ঝুলিয়ে দিতাম। এই বাংলা থেকেই দেশ একদিন বন্দেমাতরম, জন–গণ–মন পেয়েছিল। আর আজ এই রাজ্যের প্রত্যেকটি কোণা থেকে চিৎকার, কান্নার আওয়াজ আসে।’‌

আরও পড়ুন:‌ ‘‌আপনারা কি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান নাকি রামরাজ্য চান?‌’‌ নাম না করে অভিষেককে তোপ শাহের

অন্যদিকে সন্দেশখালির ঘটনা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান যোগী। তাঁর বক্তব্য, ‘‌আজকের বাংলা মোটেই সোনার বাংলা নয়। বরং এই বাংলা দাঙ্গার আগুনে জ্বলছে। এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোনার বাংলা গড়তে হলে ভোট দিতে হবে বিজেপিকে। যেমন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব, মার্গ দর্শন উত্তরপ্রদেশ পাচ্ছে। ১৫১ আসনে এখন ভোট হয়েছে। ৪ জুন তারিখে পরিণাম এলে দেখা যাবে। পুরো দেশে ৪০০ পার হবে। রাম ছাড়া ভারতীয় জীবন পদ্ধতিতে কিছু হয় না। আমরা উঠি–বসি–ঘুমোই রাম নাম করে। মঙ্গল কাজ করার আগেও রাম নাম পাঠ করি। শেষকৃত্যের সময়ও রাম নাম পাঠ হয়। বাংলার মতো বড় করে দুর্গাপুজোও হয়। বড় প্যান্ডেল হয়।’‌

এছাড়া যোগী আদিত্যনাথ আজ দাবি করেন, বাংলার এখন যা পরিস্থিতি ঠিক সেই অবস্থা সাত বছর আগে উত্তরপ্রদেশেরও ছিল। কিন্তু কয়েক বছর ধরে সে রাজ্যে কোনও হিংসার ঘটনা ঘটেনি। যদিও হাথরাস, উন্নাও এসব উল্লেখ করেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‌অত্যাচারী শাসন থেকে মুক্তির পথ একমাত্র বিজেপিই দেখাতে পারে। বিজেপি সুরক্ষার আশ্বাস দেয়। বিজেপি সম্প্রীতির আশ্বাস দেয়। সন্দেশখালিতে অপরাধীদের শাস্তি দেওয়ার কাজ বিজেপি করবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলার সন্তান। তাঁর স্বপ্নকে সফল করতে বিজেপিকে ভোট দিন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা বানাতে বিজেপিকে ভোট দিন।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.