বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: অধিনায়কত্ব পেলে, তবেই MI-এ ফিরবেন, এমনই শর্ত দিয়েছিলেন হার্দিক- রিপোর্ট

IPL 2024: অধিনায়কত্ব পেলে, তবেই MI-এ ফিরবেন, এমনই শর্ত দিয়েছিলেন হার্দিক- রিপোর্ট

মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানির সঙ্গে হার্দিক পান্ডিয়া।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে। মুম্বই পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব তুলে দেন। এর সঙ্গে কি বোর্ডের ভাবনাচিন্তারও কোনও ইঙ্গিত রয়েছে? 

গুজরাট টাইটান্সের নেতৃত্ব ছেড়ে দিয়ে হঠাৎ করে কেন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে গেলেন হার্দিক পান্ডিয়া? এই নিয়ে তখনই প্রশ্ন চাড়া দিয়েছিল। তবে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক হিসাবে হার্দিকের নাম ঘোষণা করার পরেই, ছবিটা পরিষ্কার হয়ে যায়। নেতৃত্বের দায়িত্ব নিয়েই আসলে মুম্বইয়ের যোগ দিয়েছেন হার্দিক। সর্বকালের অন্যতম সফল আইপিএল অধিনায়ক রোহিত শর্মাকে প্রতিস্থাপন করেন হার্দিক। তবে রোহিতকে নেনৃত্ব থেকে দুম করে মুম্বই সরিয়ে দেওয়া নিয়ে নতুন করে জলঘোলাও শুরু হয়।

মাত্র দিন ২০ আগেই গুজরাট টাইটান্সের থেকে নগদ চুক্তিতে হার্দিককে মুম্বইয়ে ফেরানো হয়। তারকা অলরাউন্ডার আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন। ২০২২ সালে তাঁকে ছেড়ে দিয়েছিল মুম্বই। তিনি তখন গুজরাটে অধিনায়ক হিসাবে যোগ দেন। এবং সেই বছরই তিনি তাদের চ্যাম্পিয়নও করে। ২০২৩ সালে হার্দিকের নেতৃত্বে গুজরাট আবার রানার্স হয়। তার পরেও কেন গুজরাট ছাড়লেন তারকা অলরাউন্ডার?

জাতীয় দৈনিকের ঘনিষ্ঠ সূত্রের মতে, হার্দিক মুম্বইয়ে যোগ দেওয়ার আগেভাগেই শর্ত চাপিয়ে দিয়েছিলেন যে, তিনি কেবলমাত্র অধিনায়কত্ব পেলে, তবেই মুম্বইতে ফিরবেন। হার্দিকের এই শর্তে রাজি হয়েই মুম্বইয়ে তাঁকে ঘরে ফেরায়। প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে, আসন্ন মরসুমে হার্দিকের অধীনে খেলতে রাজি করানোর আগে, একাধিক বৈঠকের মাধ্যমে রোহিতের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের রোডম্যাপ এবং অধিনায়কত্বে অবিলম্বে পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছিল।

আরও পড়ুন: ৩৬০ ডিগ্রি সূর্যের জন্য ফিল্ডিং সাজানো খুব কঠিন- স্বীকার করে নিলেন ডেভিড মিলার

ফ্র্যাঞ্চাইজির তরফে দ্বারা শুক্রবার প্রকাশিত একটি রিলিজে, মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘এটাই মুম্বইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিংহ হয়ে রিকি পন্টিং, বার বার মুম্বইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এ বার সময় হয়েছে হার্দিকের।’

আরও পড়ুন: ফিল্ডিং করতে গিয়ে চোট, সাপোর্ট স্টাফেদের কোলে চেপে মাঠ ছাড়েন, কতটা গুরুতর? নিজেই আপডেট দিলেন সূর্য

রিলিজে জয়াবর্ধনে আরও বলেছেন, ‘আমরা রোহিত শর্মাকে ওর ব্যতিক্রমী নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে ওর মেয়াদ অসাধারণ ছিল। ওর নেতৃত্ব শুধু দলকে অতুলনীয় সাফল্যই এনে দেয়নি, বরং আইপিএলের ইতিহাসে সেরা অধিনায়কদের একজন হিসাবে নিজের জায়গাও মজবুত করেছে।’

যাঁর হাত ধরে পাঁচটা খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স, তিনি এত তাড়াতাড়ি ব্রাত্য হয়ে গেলেন কেন? ভারতীয় বোর্ড যে আঙ্গিকে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে, সেই ছকই কি গ্রহণ করল মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট? ৩৭-এর রোহিত খুব বেশি হলে আর দু'টি কী তিনটি আইপিএল খেলবেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে হার্দিককে সেরা বিকল্প মনে করে, তাঁর হাতেই দায়িত্ব তুলে দিল মুম্বই।

এখন যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় হয়ে উঠেছে, সেটা হল, ছ-মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপে কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে ভাবা হবে? নাকি মুম্বই ইন্ডিয়ান্সের মতোই সামনে তাকাবে বোর্ড? মূলত আইপিএলের ধারা অনেক সময় অনুসরণ করে বিসিসিআই। অর্থাৎ আইপিএলে দুরন্ত পারফর্ম করা ক্রিকেটার ভারতীয় দলে দ্রুত জায়গা করে নেন। মুম্বই ইন্ডিয়ান্সের এই ট্রেন্ড যদি বোর্ড ধার করে, তা হলে বলে দিতে হবে, রোহিতের কুড়ি-বিশের ‘ভারত সফর’ হয়তো শেষ। হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়া অনেক প্রশ্নের উত্তর একই সঙ্গে মিলিয়ে দিচ্ছে।

ক্রিকেট খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.