India vs South Africa T20I Series: আর কয়েক দিন পর থেকেই শুরু হয়ে যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এই দক্ষিণ আফ্রিকা সফরটি বেশ গুরুত্বপূর্ণ। এর জন্য ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সাপোর্ট স্টাফসহ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বুধবার অর্থাৎ ৬ ডিসেম্বর ডারবানে পৌঁছে গিয়েছে। তবে দলের সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা এবং ওপেনিং ব্যাটসম্যান শুভমন গিল এখনও ভারতীয় দলের সঙ্গে যোগ দেননি। এই উভয় খেলোয়াড়ই ২০২৩ বিশ্বকাপের পরে ছুটি কাটাচ্ছেন। জানা গিয়েছে তারা দুজনেই ছুটির গন্তব্য থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাবেন। দীপক চাহারের ফ্লাইট ধরা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টির আগেই চাহারকে হুট করেই তাঁকে বাড়িতে ফিরতে হয়েছিল। বলা হচ্ছে দীপক চাহারের বাবা অসুস্থ। তিনি দক্ষিণ আফ্রিকা যাবেন কি না তাও নিশ্চিত নয়, যদিও বিসিসিআই এখনও তার বদলির ঘোষণা করেনি। ভারতের দক্ষিণ আফ্রিকা সফরটি শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। প্রথমে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ সফরে থাকা রবীন্দ্র জাদেজা এখনও দক্ষিণ আফ্রিকায় পৌঁছাননি। তার সঙ্গে দলের আরও কয়েকজন সদস্যও শিগগিরই ইউরোপ থেকে উড়ে যাবেন। যেখানে যুক্তরাজ্য থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দেবেন শুভমন গিল। এই দুই খেলোয়াড়ই বিশ্বকাপ দলের অংশ ছিলেন। যেখানে পারিবারিক কারণে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি দীপক চাহার। বলা হচ্ছে যে তাঁর বাবা অসুস্থ এবং ফাস্ট বোলার কখন দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। তবে শিগগিরই তিনি সেখানে পৌঁছাতে পারেন বলে সূত্রের খবর। তার বদলি হিসেবে কাকে দলে জায়গা করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি। রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসের এই ফাস্ট বোলারও এই সফরে ওয়ানডে দলের একজন অংশ।
রিপোর্ট অনুসারে, বোঝা যাচ্ছে যে তারা সকলেই এবং সাপোর্ট স্টাফের একজন সদস্য দলে যোগ দেওয়ার জন্য বিসিসিআই থেকে অনুমতি নিয়েছেন। ১০ ডিসেম্বর প্রথম ম্যাচের আগে সকলেই ডারবানে থাকবে বলে আশা করা হচ্ছে। কয়েকজন নির্বাচক এসএস দাস এবং সলিল আনকোলাও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা রয়েছে। দুই দল এবং বেশি সংখ্যক ম্যাচের কারণে দুই নির্বাচককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।