দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের আগে বিরাট কোহলি মাত্র একটি ঠিকঠাক নেট সেশন করেছিলেন। তাতেই তিনি মাঠে নেমে পড়েন। এই নিয়ে যে সমালোচনা চলছে না , তা নয়। তবে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর অবশ্য জোরালো দাবি করেছে, কোহলির ক্যারিয়ারের এই পর্যায়ে প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন নেই।
কোহলি প্রিটোরিয়ার টুকস ওভালে একমাত্র তিন দিনের আন্তঃ-স্কোয়াড অনুশীলন ম্যাচেও অংশ নেননি। সেই সময়ে তিনি লন্ডনে তাঁর পরিবারের সঙ্গে চার দিনের মিনি হলিডে কাটিয়েছেন।
এদিকে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরিয়নের পিচে যথেষ্ট বাউন্স থাকার ফলে, ভারতীয় ব্যাটারদের যখন ল্যাজেগোবরে দশা, তখন হাল ধরার চেষ্টা করেছিলেন কোহলি। তবে তাঁর ইনিংসও দীর্ঘস্থায়ী হয়নি। কাগিসো রাবাডার একটি ভয়ঙ্কর সুইঙ্গারে চাপে পড়ে যান কোহলি। এবং ৩৮ রান করেই তাঁকে সাজঘরে ফিরতে হয়। ভারত বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনে আট উইকেট হারিয়ে ২০৮ রান করে।
আরও পড়ুন: আঙুল তুলে রাহুলকে চমকে, ক্ষোভ উগরালেন জানসেন, পাল্টা গান্ধীগিরি কেএল-এর
মঙ্গলবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর রাঠোর বলেন, ‘বিরাট (কোহলি) তাঁর ক্যারিয়ারের যে পর্যায়ে রয়েছে, আমি মনে করি না ওর খুব বেশি অনুশীলনের প্রয়োজন।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ও প্রচুর ব্যাট করে এবং প্রচুর ট্রেনিং করে। তাই, যদি ও কয়েক দিন কম অনুশীলন করে, তাহলে সেটা খুব একটা বড় ব্যাপার নয়। আমরা দেখেছি, ও কতটা ভালো খেলছে। মনে হচ্ছিল না, ও ছয় মাস ধরে লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিল। এটা একটা ভালো লক্ষণ।’
আরও পড়ুন: পিচ শুকনো করতে হেয়ার ড্রায়ারের ব্যবহার- সেঞ্চুরিয়নে ঘটল অবাক করার মতো ঘটনা
বিক্রম রাঠোর আবার কেএল রাহুলকে ‘ক্রাইসিস ম্যান’-এর তকমা দিয়েছেন।রাহুল চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দলের হাল ধরেছেন। এবং প্রথম দিনের শেষে তাঁর অপরাজিত ৭০ রানের হাত ধরেই ভারত দু'শোর গণ্ডি পার করেছে। রাঠোর বলেছেন, ‘রাহুল আমাদের জন্য ক্রাইসিস ম্যান হয়ে উঠছে। প্রতিবারই কঠিন পরিস্থিতি আসে, ও এমন লোক যে আমাদের জন্য এই পরিস্থিতিতে ভালো ভাবে দলকে ভরসা জোগায়। বিশেষ কিছু নয়, ওর খেলার পরিকল্পনায় পরিষ্কার ছিল, সঠিক বলকে রক্ষা করেছিল, মারার বলে মেরেছিল, ছাড়ার বলগুলো ছেড়েছিল।’
এদিকে সেঞ্চুরিয়নের পিচ নিয়ে প্রচুর আলোচনা চলছে। আসলে রাতভর বৃষ্টি, তাপমাত্রা কমে যাওয়া এবং পিচ দেড় দিন ধরে কভারের নীচে থাকার ফলে ব্যাটসম্যানরা চাপে পড়ে যান। রাঠোর এই প্রসঙ্গে বলেছেন, ‘পিচ সব সময়েই চ্যালেঞ্জিং হয়। আবহাওয়া একটি সমস্যা ছিল। উইকেটটি একদিন বা তারও বেশি সময়ের জন্য কভারে ছিল। ব্যাটিং গ্রুপ হিসাবে এটি সব সময়েই চ্যালেঞ্জিং পরিস্থিতি। আরও দুই উইকেট বেশি হাতে থাকলে ভালো হত। যাইহোক যুক্তিসঙ্গত ভাবে দেখতে গেলে, আমরা ভালো করেছি।’