৬-৬-১-৬-১ওয়াইড-৪-৬- ১৯তম ওভারে এল মোট ৩০ রান। আর ২০তম ওভারে হয় ২০ রান। ডেওয়াল্ড ব্রেভিস আর কায়রন পোলার্ড মিলে এই ওভারে ২টি ছক্কা এবং একটি চার হাঁকান। শেষ ২ ওভারে ৫০ রান নিয়ে এসএ২০ লিগে রেকর্ড ২৪৮ রান তোলে এমআই কেপটাউন। রান তাড়া করতে নেমে ২১৪ রানে শেষ হয় প্রিটোরিয়া ক্যাপিটালসের ইনিংস। ৩৪ রানে ম্যাচ জেতে কেপটাউন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল এমআই কেপটাউন। ৪.৬ ওভারে তারা যখন প্রথম উইকেট হারায়, তখন ৬৪ রান হয়ে গিয়েছে। ৩টি ছয়ের হাত ধরে মাত্র ৯ বলে ২১ রান করে আউট হন রাসি ভ্যান ডার দাসেন। তিনে নেমে লিয়াম লিভিংস্টোন অবশ্য সে ভাবে কিছু করতে পারেননি। ১৯ বলে ১২ করে আউট হন তিনি। এটাই কেপটাউনের ব্যাটারদের মধ্যে সবচেয়ে খারাপ ইনিংস। তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন রায়ান রিকেল্টন এবং ব্রেভিস মিলে। দুই তারকা মিলে ঝোড়ো মেজাজে ৪.৩ ওভারে ৬৪ রান যোগ করেন।
আরও পড়ুন: সম্ভবত দেশের বাইরে রয়েছেন কোহলি, বাকি তিন টেস্টে বিরাটকে নাও পাওয়া যেতে পারে- রিপোর্ট
৪৫ বলে ৯০ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন রিকেল্টন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কায়। রিকেল্টনের পরিবর্তে পাঁচে নেমে স্যাম কারান আবার ২টি ছয় এবং একটি চারের হাত ধরে ১২ বলে ২২ রান করেন। তবে সাতে নেমে কায়রন পোলার্ড একেবারে ঝড় বইয়ে দেন। ৩টি ছয় এবং ২টি চারের সৌজন্যে ৭ বলে অপরাজিত ২১ করেন পোলার্ড। এদিকে ব্রেভিস ৩২ বলে ৬৬ করে অপরাজিত থাকেন। হাঁকান তিনটি চার এবং ছ'টি ছক্কা। নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৮ রান করে এমআই কেপ টাউন। যেটা এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। নিজেদের রেকর্ড ভেঙে নিজেরাই নতুন রেকর্ড গড়ল এমআই কেপটাউন। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে একাই ৩ উইকেট নেন ওয়েন পার্নেল।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজেই সম্ভবত পাওয়া যাবে না জাদেজা এবং শামিকে
রান তাড়া করতে নেমে শুরুটা অত্যন্ত খারাপ করে প্রিটোরিয়া ক্যাপিটালস। ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে একেবারে খাতে পড়ে যায়। সেখান থেকে সপ্তম উইকেটে কাইল ভেরেইন এবং ওয়েন পার্নেল মিলে হাল ধরার চেষ্টা করেন। তবে একাই ঝড় তোলেন ভেরেইন। মাত্র ৪৮ বলে শতরান হাঁকান তিনি। ৫২ বলে ১১৬ রান করে অপরাজিতও থাকেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ৯টি ছক্কা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৫ বলে ২৩ করে পার্নেল আউট হলে চাপে পড়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। তবে নবম উইকেটে আদিল রশিদ যোগ্য সঙ্গত করেন ভেরেইনকে। তিনি ১৪ বলে ২১ করে অপরাজিত থাকেন। তবে কেপটাউন রানটা অনেকটাই বেশি করেছিল। ৮ উইকেট হারিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস ২১৪ রান করে। ৩৪ রানে ম্যাচটি তারা হেরে যায়।
এমআই কেপটাউনের নুয়ান থুসারা ৩ উইকেট নেন। ২ উইকেট নেন কাগিসো রাবাডা। এই ম্যাচ জিতে ১৩ পয়েন্ট (৯ ম্যাচ) নিয়ে চারে উঠে এল কেপটাউন। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের লাস্টবয় প্রিটোরিয়া ক্যাপিটালস।