এসএ২০-তে প্রোটোরিয়া ক্যাপিটালসকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্রথমে সানরাইজার্স বোলারদের দাপটে কেঁপে গিয়েছে ক্যাপিটালস। এর পর ৭৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে তারা একই দিনে গড়ে ফেলেছে তিনটি রেকর্ডও।
টস জিতে ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স। ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল ক্যাপিটালস। সর্বোচ্চ ১২ রান করেন ওপেনার উইল জ্যাকস। আর এক ওপেনার ফিল সল্ট করেন ১০ রান। এই দুই তারকাই একমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। বাকিরা তো এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। কাইল ভেরেইন ৮, রিলি রসৌ ১, কলিন ইনগ্রাম ১, জেমস নিশাম ২, সেনুরান মুথুসামি ১, অধিনায়ক ওয়েন পার্নেল ৯, ইথান বোশ ১, আদিল রশিদ ৪, আর ড্যারিন ডুপাভিলন অপরাজিত ০- এই হল ক্যাপিটালসের স্কোরকার্ড।
ওটনিয়েল বার্টম্যান, ড্যানিয়েল ওয়ারালদের দাপটে একেবারে ল্যাজেগোবরে হয়েছেন ক্যাপিটালসের ব্যাটাররা। তাঁরা একেবারে কেঁপে গিয়েছেন। যার নিটফল, মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় ক্যাপিটালস। ওটনিয়েল বার্টম্যান নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন ড্যানিয়েল ওয়ারাল। মার্কো জানসেন নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন প্যাট্রিক ক্রুগার। আর ক্যাপিটালসকে ৫২ রানে অলআউট করেই নজির গড়েছে সানরাইজার্স। এসএ২০-তে সবচেয়ে কম রানে ক্যাপিটালসকে গুঁড়িয়ে দিয়েছে তারা। এই টুর্নামেন্টে এত কম রান এর আগে কোনও দল করেনি।
আরও পড়ুন: IPL 2024 শুরু হতে পারে ২২ মার্চ থেকে, চলতে পারে ২৬ মে পর্যন্ত- রিপোর্ট
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল সানরাইজার্স। দলের ৪ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিল তারা। দাওয়িদ মালান ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। ওয়েন পার্নেলের বলে মুথুসামি তাঁর ক্যাচ ধরেন। এর পর আর কোনও উইকেট পড়েনি সানরাইজার্সের। জর্ডন হারম্যান ২০ (১৭ বলে) এবং টম আবেল ৩১ (২২) করে দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান করে সানরাইজার্স। ৭৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল তারা। এই টুর্নামেন্টে উইকেটের বিচারে এবং বল বাকি রাখার বিচারে সবচেয়ে বড় জয় পেয়েছে সানরাইজার্স।
৫ ম্যাচে তিনটিতে জয় পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উঠে এল লিগ টেবলের দুইয়ে। ক্যাপিটালস আবার পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে বসে থাকল। তারা মাত্র একটিতে জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের লাস্টবয় ক্যাপিটালস। পার্ল রয়্যালস ৫ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থান দখল করে রয়েছে।