ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে নিশ্চিত শতরান হাতছাড়া করলেন সচিন বাবি। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন হাফ-সেঞ্চুরি করে লড়াই জারি রাখেন। আপাতত প্রথম দিনের শেষে শক্ত ভিত গড়েছে কেরল।
রায়পুরে রঞ্জির এলিট-বি গ্রুপের ম্যাচে টস জেতে ছত্তিশগড়। টস জিতে ছত্তিশগড়ের ক্যাপ্টেন আমনদীপ খাড়ে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কেরলকে। কেরল শুরুতে ব্যাট করে প্রথম দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ২১৯ রান সংগ্রহ করে। তারা সাকুল্যে ৭৪ ওভার ব্যাট করে।
কেরলের দুই ওপেনার রোহন কুন্নুমাল ও জলজ সাক্সেনা উভয়েই শূন্য রানে আউট হন। রোহন ৮ বল খেলে মাঠ ছাড়েন। জলজ ১৭ বল খেলে সাজঘরে ফেরেন। সচিন বাবিকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধ করেন রোহন প্রেম। তৃতীয় উইকেটের জুটিতে দু'জনে মিলে ১৩৫ রান যোগ করেন।
রোহন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে রান-আউট হন। তিনি ১৪৪ বলে ৫৪ রান করেন। মারেন ৮টি চার। রোহন অর্ধশতরানের গণ্ডি টপকান ৮টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে। চার নম্বরে ব্যাট করতে নামা সচিন বাবি নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। তিনি ব্যক্তিগত ৯১ রানের মাথায় আউট হয়ে বসেন। ১৮০ বলের ইনিংসে সচিন ১১টি চার মারেন।
বিষ্ণু বিনোদকে সঙ্গে নিয়ে প্রথম দিনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। সঞ্জু ৮টি বাউন্ডারির সাহায্য়ে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। দিনের শেষে তিনি নট-আউট থাকেন ৫৭ রানে। ৭১ বলের ইনিংসে স্যামসন ৯টি চার মেরেছেন। বিষ্ণু বিনোদ নট-আউট থাকেন ব্যক্তিগত ১০ রানে। ২৪ বলের ইনিংসে তিনি ১টি চার মেরেছেন।
স্যামসন এই নিয়ে চলতি রঞ্জি মরশুমে মোট ৩টি ম্যাচে মাঠে নামেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্য়াচের ১টি ইনিংসে ব্যাট করে তিনি ৩৫ রান সংগ্রহ করেন। পরে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৫ রান করেন স্যামসন। অর্থাৎ, এবারের রঞ্জি ট্রফিতে এটিই সঞ্জুর প্রথম হাফ-সেঞ্চুরি।
ছত্তিশগড়ের হয়ে প্রথম দিনে ২০ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আশিস চৌহান। ২১ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৫৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন রবি কিরণ। উইকেট পাননি সৌরভ মজুমদার, অজয় মণ্ডল, শশাঙ্ক সিং, আশুতোষ সিংরা।