কখনও গুলমার্গের তুষারপাত উপভোগ করেছেন চুটিয়ে। কখনও আবার সোজা পৌঁছে গিয়েছেন ব্যাট তৈরির কারখানায়। উরির কামান পোস্টের সেনা জওয়ানদের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটানো ছাড়াও ঘুরে দেখেছেন আমন সেতু। স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে কয়েকদিনের কাশ্মীর সফরে সচিনকে অত্যন্ত খোশমেজাজে দেখিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, সচিনের এই কাশ্মীর ভ্রমণে ক্রিকেট তাঁর পিছু ছাড়েনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সচিনের বেশ কয়েকটি ভি়ডিয়ো। সচিনের গাড়ি বরফে আটকে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত। বিমানে সহযাত্রীদের থেকে সচিনের অভাবনীয় অভিবাদন স্বীকারের ভিডিয়োও দাবানলের মতো ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার গুলমার্গের ছেলে-ছোকরাদের সঙ্গে সচিনের স্ট্রিট ক্রিকেট খেলার ভিডিয়ো সঙ্গত কারণেই আপ্লুত করে নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ার সেই ভিডিয়োয় সচিনকে রাস্তার উপর স্থায়ীন ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়। কাঠের বক্স সাজিয়ে স্টাম্প তৈরি করে ছেলেদের ক্রিকেট খেলতে দেখে সচিন যোগ দেন খেলায়। তিনি বেশ কিছুক্ষণ ব্যাট করেন। ক্যাচ প্র্য়াক্টিসও দেন ফিল্ডারদের। প্রশংসা করেন তাঁদের স্কিলের।
এর আগে সচিন ব্যাট কারখানায় গিয়ে কাশ্মীরি উইলো যাচাই করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেই। মাস্টার ব্লাস্টার ক্যাপশনে লেখেন, ‘আমাকে প্রথম ব্যাটটি দিয়েছিলেন আমার দিদি। সেটি ছিল একট কাশ্মীরি উইলো। এখন আমি এখানে (কাশ্মীরে) রয়েছি। তাই কাশ্মীরি উইলোর সঙ্গে দেখা করা উচিত।’
সচিন তেন্ডুলকর পেশাদার ক্রিকেট ছেড়েছেন এক দশকেরও বেশি সময় আগে। এখনও ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে সচিনকে নিয়ে আবেগ বিন্দুমাত্র কমেনি অনুরাগীদের। এখনও ভারতের খেলা হলেই চোখে পড়ে মিস ইউ সচিন বার্তা। কিছুদিন আগেই রাস্তায় মিস ইউ তেন্ডুলকর বার্তা লেথা টি-শার্ট পরে স্কুটার চালাচ্ছিলেন এক ব্যক্তি। পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে সচিন নিজে আলাপ করেন তাঁর সঙ্গে। সেই অনুরাগীকে অটোগ্রাফ দেওয়া ছাড়া সচিন ছবিও তোলেন তাঁর সঙ্গে।
পেশাদার ক্রিকেট ছাড়লেও সচিন তেন্ডুলকরকে এখনও ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায়। প্রতি বছর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিয়ম করে মাঠে নামেন তেন্ডুলকর। ইন্ডিয়া লেজেন্ডস দলকে নেতৃত্ব দেন তিনি। ক'দিন আগে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কাপে ওয়ান ওয়ার্ল্ড দলের হয়ে মাঠে নামেন সচিন। তিনিই ছিলেন দলের অধিনায়ক। চ্যারিটি ম্যাচেও অত্যন্ত মনোযোগী হয়ে মাঠে নামতে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে।