শুভব্রত মুখার্জি: পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি এই বোলার শেষ কয়েক বছর ধরেই কাঁপাচ্ছেন ক্রিকেটের ২২ গজকে। বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদেরকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন তিনি। সেই তিনি সম্প্রতি বিয়েটা সেরে ফেলেছেন। তাঁর সঙ্গে বিয়ে হয়েছে দেশের আরেক তারকা প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির মেয়ের। বিয়ের পরপরেই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন শাহিন। বিয়ের জন্য নিজেই নিজেকে শুভেচ্ছা জানান তিনি। আর তারপরেই তাঁকে নিয়ে উঠেছে হাসির রোল! ভক্তরা তো রীতিমতো ট্রোল করতে শুরু করেছেন তাঁকে নিয়ে।
নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন শাহিন। ক্যাপশনে লেখেন, ‘প্রত্যেককে ধন্যবাদ আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। বিশেষ মানুষের সঙ্গে নতুন করে জীবন শুরু করার জন্য ধন্যবাদ।’ পোস্টে শ্বশুর শাহিদ আফ্রিদির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। পাশাপাশি বিয়ের পোশাকে নিজেরও একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে তিনি তিনি নিজেই নিজেকে লেখেন, ‘শুভেচ্ছা ভাই।’
আর তারপরেই সমর্থকরা তাঁকে নিয়ে বাজেভাবে ট্রোলিং শুরু করে। একজন ভক্ত লেখেন, ‘এটাই একেবারে আগমার্কা পাকিস্তানি জিনিস।’ আর একজন মজা করে লেখেন, ‘আমি যেমন মাঝেমধ্যে নিজের সঙ্গে কথা বলি তেমন শাহিন শাহ আফ্রিদিও করেছেন।’ আরেক ভক্ত তো আবার বলিউডি ছবির কথা উল্লেখ করে লিখেছেন, ‘কার্তিক কলিং কার্তিকের’ মতন ‘শাহিন কলিং শাহিন।’ আরেক ভক্তের আবার দাবি, ‘শাহিনের অ্যাকাউন্ট হ্যাক হল নাকি! আমার মনে হয় শাহিন নয় অন্য কেউ ওর অ্যাকাউন্ট ব্যবহার করছে।’
প্রসঙ্গত ২১ সেপ্টেম্বর শাহিন শাহ আফ্রিদি এবং আনসা আফ্রিদি তাদের বিশালাকার ওয়ালিমা রিসেপশনের আয়োজন করেন। ইসলামাবাদে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। জাতীয় দলের প্রাক্তন এবং বর্তমান একাধিক সদস্য উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শোয়েব আখতার, বাবর আজম সহ একাধিক তারকা উপস্থিত হন এই অনুষ্ঠানে। সদ্য শ্রীলঙ্কা থেকে ফিরেছেন শাহিন। সেখানে পাক দলের হয়ে এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন তারকা। যেখানে সুপার ফোর পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। তাদেরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে