শুভব্রত মুখার্জি: পাকিস্তানের অন্যতম প্রতিভাবান শাহনওয়াজ দাহানি। সদ্য পিসিবির তরফে যে এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছে সেই দলে জায়গা হয়নি তাঁর। স্বাভাবিকভাবেই অত্যন্ত হতাশ তিনি। তবে এশিয়া কাপের দল থেকে তাঁর বাদ পড়াকে কেন্দ্র করে সেইভাবে আলোচনাই হয়নি কোনও ক্ষেত্রে। আলোচনার সবটুকুই ছিল ব্যাটার শান মাসুদকে ঘিরে। এশিয়া কাপের দলে কেন তিনি নেই, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত পাক ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকেরা। আর এই বিষয়টিতেই হতাশ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এবং দেশের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফের বিরুদ্ধে কটু কথা বলে বসেন দাহানি। যদিও সেই টুইট পরবর্তীতে তিনি ডিলিট করে দেন।তবুও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারেই দেখছে পিসিবি। তাদের তরফে বিষয়টি নিয়ে দাহানিকে সতর্কও করা হয়েছে। পিসিবির কাছে রীতিমতো ধমক খেতে হয়েছে তাঁকে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ গতকাল এক টুইটে লিখেছিলেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহসহ বেশ কয়েকজন পেসারের লিস্ট ‘এ’ ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে। সেখানে এশিয়া কাপের দলে না থাকা তরুণ পেসার জামান খানের পরিসংখ্যানও তুলে ধরেন রশিদ।তবে সেখানে ছিল না দাহানির পরিসংখ্যান। রশিদ লতিফের করা এই টুইটে তাঁর নাম না থাকাটা ভালোভাবে নিতে পারেননি দাহানি। টুইটের জবাবে তিনি লেখেন, ‘মনে হচ্ছে দাহানি পাকিস্তানি পেসার নয়।’
অপর একটি টুইটে দাহানি তাঁর বাদ পড়া নিয়ে কথা না বলায় সাংবাদিকদের সমালোচনা করেন। এখানে রীতিমতো কটু কথা তিনি বলে বসেন। ক্রীড়া সাংবাদিকতার মৃত্যুকামনা করে বসেন তিনি। লিখেছেন, ‘একজন সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকেরও নির্বাচকদের পরিসংখ্যান দেখানো ও জিজ্ঞাসা করার সাহস হল না। রেস্ট ইন পিস ক্রীড়া সাংবাদিকতা।'
রশিদ লতিফের টু্ইটের ‘আপত্তিকর’ জবাব দেওয়া টুইটটি সহ তাঁর করা দুটি টুইট ‘ডিলিট’ করলেও পিসিবির ধমকের হাত থেকে বাঁচতে পারলেন না দাহানি। পিসিবির সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে গোটা বিষয়টি নিয়ে সতর্ক করা হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, দাহানির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালে। পাকিস্তানের এই দীর্ঘকায় পেসার এখন পর্যন্ত খেলেছেন ২টি ওয়ানডে ও ১১টি টি-২০ ম্যাচ। সর্বশেষ এশিয়া কাপের দলেও ছিলেন এই পাক পেসার।
পাকিস্তানের হয়ে দাহানি সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের অগস্টে। চোটের কারণে খেলতে পারেননি শেষ পিএসএলেও। গত জুলাইয়ে পাকিস্তানের হয়ে ইমার্জিং এশিয়া কাপের এক ম্যাচে নেন ৫ উইকেট। বাকি দুই ম্যাচে কোনও উইকেট পাননি তিনি। বর্তমানে দাহানি খেলছেন লঙ্কান প্রিমিয়র লিগে। সেখানে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন মাত্র ৩টি।