মঙ্গলবার অর্থাৎ ২৬ ডিসেম্বর, মেলবোর্নে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে তাঁর আগে উঠে এলো একটি মন ছুঁয়ে নেওয়ার মতো দৃশ্য। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সহ গোটা ইন্টারনেটে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান দলের ক্রিকেটার এবং তাদের পরিবারকে বড়দিন উপলক্ষে উপহার দিচ্ছে পাকিস্তান দলের ক্রিকেটাররা। বাদ যাননি অন্যান্য সাপোর্ট স্টাফও। তাদের এবং তাদের পরিবারকেও দেওয়া হয়েছে উপহার। পাকিস্তানের তরফ থেকে এই মানবিক রূপ প্রশংসা কুঁড়িয়েছে ক্রিকেটপ্রেমী সহ অন্যান্য নেটিজেনদের।
আর মাত্র কয়েক ঘন্টা পরেই মহাযুদ্ধে নামবে পাকিস্তান। পারথে বড় ব্যবধানে হারার পর, মেলবোর্নে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবেন শান মাসুদ ও তাঁর বাহিনী। তবে ম্যাচ শুরুর আগের দিন ঘটলো একটি অন্য রকমের কান্ড, যা দেখে মনেই হবে না দুজনে একে অপরের বিরুদ্ধে কাল মাঠে নামবে। বড়দিন উপলক্ষে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল ও তাদের পরিবারকে উপহার দিল পাকিস্তান। এই উপহার থেকে বঞ্চিত হননি, অন্যান্য সাপোর্ট স্টাফ ও তাদের পরিবাররাও। এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন এই ভিডিয়ো। এরপর অনেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে পাকিস্তানের। অনেকেই খুশি হয়েছেন এই মানবিকতা দেখে এবং ক্রিকেটপ্রেমীদের একাংশের বক্তব্য যে এই ভিডিয়ো দেখে মনেই হচ্ছে না যে মঙ্গলবাক দুজনে একে অপরের বিরুদ্ধে নামবে।
উল্লেখ্য, ম্যাচ শুরুর আগে পাকিস্তানের বোলিং নিয়ে চিন্তা প্রকাশ করেছেন দলের প্রাক্তন তারকা ওয়াকার ইউনিস। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে একসময় যে বিধ্বংসী বোলিং দেখা যেত পাক বোলারদের থেকে, তা এবারে দেখা যাচ্ছে না। এমনকী তিনি এটাও বলেছেন যে আগে যেই গতিতে পাকিস্তানের বোলাররা বোলিং করত। এখন সেই গতিও নেই কোনও বোলারের মধ্যে। অন্যদিকে, ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রাক্তন পাক অধিনায়ক, তথা তারকা ব্যাটার, বাবর আজমের ফর্মে না থাকা নিয়েও চিন্তিত গোটা দল।
সূত্র মারফত জানা গিয়েছে যে মঙ্গলবার দলে বেশকিছু পরিবর্তন আনতে পারে পাকিস্তান। মনে করা হচ্ছে সরফরাজ আহমেদের পরিবর্তে খেলানো হতে পারে মহম্মদ রিজওয়ানকে। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত দলে কি পরিবর্তন আনে সবুজ বাহিনী। পারবে কি তারা ঘুরে দাঁড়াতে? ফিরবে কি সিরিজে সমতা? তা বলবে সময়।