আইপিএলের আগে ডিওয়াই পাতিল টি-২০ কাপে ব্যাট হাতে ঝড় তুললেন শিখর ধাওয়ান। যদিও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন গব্বর। ধাওয়ান ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করলেও ব্যর্থ হন দীনেশ কার্তিক। বৃহস্পতিবার টুর্নামেন্টের অপর ম্যাচে ব্যাটে-বলে বিন্দুমাত্র নজর কাড়তে পারেননি বেঙ্কটেশ আইয়ার।
ক্যাগের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডিওয়াই পাতিল ব্লু দলের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। তিনি ব্যক্তিগত ৯৯ রানে নট-আউট থেকে যান। অর্থাৎ, মাত্র ১ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া হয় ধাওয়ানের। ৫১ বলের ধুমধাড়াক্কা ইনিংসে গব্বর ৮টি চার ও ৬টি ছক্কা মারেন।
ডিওয়াই পাতিল ব্লু দল টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। অভিজিৎ তোমর ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন। আয়ুষ বাদোনি ৬ বলে ৪ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- IND vs ENG 5th Test: ১৫০তম ম্যাচে ৫ উইকেট নিয়ে কিংবদন্তি বেদীকে টপকালেন কুলদীপ
দীনেশ কার্তিক ১৫ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন। তিনি বিস্তর বল নষ্ট না করলে ডিওয়াই পাতিল ব্লু দল ২০০ রানের গণ্ডি ছাড়িয়ে যেতে পারত। ক্যাপ্টেন শশাঙ্ক সিং করেন ৯ বলে ৭ রান। ক্যাগের সনবীর সিং ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২টি করে উইকেট দখল করেন। ক্যাপ্টেন অঙ্কিত শর্মা নেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ক্যাগ ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫ বল বাকি থাকতে ৬ উইকেট ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ক্যাগ। বরুণ লাভান্দে ৫৩ বলে ৭৩ রান করেন। মারেন ৯টি চার ও ২টি ছক্কা।
সনবীর সিং ২৭ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। সচিন বাবি ১৫ বলে ২০ রান করেন। তিনি ২টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করেন শুভ্রাংশু সেনাপতি।
টুর্নামেন্টের অপর কোয়ার্টার ফাইনালে টাটা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ইন্ডিয়ান অয়েলের হয়ে মাঠে নামেন বেঙ্কটেশ আইয়ার। তিনি ৪ ওভার বল করে ৫২ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি বেঙ্কটেশ। পরে ব্যাট হাতে ১৫ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন আইয়ার। মারেন ৩টি চার।
ম্যাচে ইন্ডিয়ান অয়েলকে ৬০ রানে হারিয়ে দেয় টাটা স্পোর্টস ক্লাব। শুরুতে ব্যাট করে টাটা ৫ উইকেটে ২৩২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়ান অয়েল অল-আউট হয় ১৭২ রানে।