বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 4th Test: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত

IND vs ENG 4th Test: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত

রোহিত শর্মা। ছবি: পিটিআই

তরুণদের প্রশংসা করার পাশাপাশি, টেস্ট নিয়ে যাঁদের আগ্রহ নেই, তাঁদের ইঙ্গিত করে ভারত অধিনায়ক বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলার জন্য যার খিদেটাই নেই, তাদের দেখে বোঝা যায়। তাদের খেলিয়ে লাভটা কী হবে?’ রোহিতের ইঙ্গিত ইশান কিষান, শ্রেয়স আইয়ারদের দিকে। তাঁদের রঞ্জি ট্রফিতে না খেলা নিয়ে ঠুকেছেন হিটম্যান।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচটিও দুর্দান্ত ভাবে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ভারতকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। শুভমন গিল এবং ধ্রুব জুরেলের দুর্দান্ত লড়াইয়ের হাত ধরে ভারত সফল ভাবে সেই লক্ষ্য তাড়া করে সিরিজ ইতিমধ্যে পকেটে পুড়ে ফেলেছে। এখনও একটি টেস্ট বাকি। হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড ২৮ রানে জিতেছিল। এর পরের তিন টেস্টেই জয় ছিনিয়ে নেয় ভারত। রাঁচিতে জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা তরুণ খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

চারটি টেস্টের মধ্যে তিনটিতে জিতে যে রোহিত খুশি, তা তিনি স্পষ্ট করে দিয়ে বলেছেন, ‘এটি একটি খুব কঠিন সিরিজ ছিল, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। আমাদের দিকে অনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেগুলি পার করতে পেরেছি। এবং অনেক কম্পোজ ভাবে খেলেছি। চারটি টেস্ট ম্যাচের পর শেষ পর্যন্ত তিনটিতে জিততে পেরে ভালো লাগছে। ড্রেসিংরুমের সবাই সত্যিই গর্বিত। বিভিন্ন টেস্ট ম্যাচে আমাদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে এবং আমি মনে করি, আমরা কী অর্জন করতে চেয়েছিলাম এবং মাঠে আমরা কী করতে চেয়েছিলাম, সেটাই আসল। আমি খুব খুশি।’

আরও পড়ুন: এখন রান করলে চতু্র্থ ইনিংসে.… ৯০ করার সময়ে কী ভাবছিলেন, অকপটে জানালেন ম্যাচের সেরা জুরেল

এই সিরিজে তরুণদের পারফরম্যান্স নিয়ে রোহিত বাড়তি উচ্ছ্বসিত হলেও, রাঁচি টেস্টের পর বিশেষ ভাবে তিনি জুরেলেব প্রশংসা করেছেন। বলেছেন, ‘তরুণ খেলোয়াড়রা জাতীয় দল পর্যন্ত পৌঁছতে কঠোর পরিশ্রম করেছে। ঘরোয়া ক্রিকেট খেলা এবং সেই পারফরম্যান্স দিয়ে এখানে আসাটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ওদের থেকে যে সাড়াটা আমি পেয়েছি, তা উৎসাহজনক। আমার আর রাহুল ভাইয়ের কাজ হল, ওদের খেলার জন্য আদর্শ পরিবেশ দেওয়া। যে পরিবেশে ওরা নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারবে। ওরা প্রত্যেকেই খুব ভালো। কী করতে চায়, সেটা ওদের কাছে পরিষ্কার। ওরা তৈরি হয়ে নেমেছে। প্রত্যেকের সামনেই উজ্জ্বল ক্যারিয়ার রয়েছে। তবে তার জন্য পরিশ্রম করে যেতে হবে। তবে এখন যে ভারতে এত ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে, তাতে আমি খুব খুশি।’

আরও পড়ুন: দশ বছর বাদে চতুর্থ ইনিংসে দেড়শোর ওপর চেজ করে জিতল ভারত, ব্যাজবল জমানায় প্রথম সিরিজ হার ইংল্যান্ডের

জুরেলকে প্রসঙ্গে তিনি যোগ করেছেন, ‘ধ্রুব জুরেল ওর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। দুর্দান্ত পারফর্ম করেছে ও। ইনিংস চলাকালীন ও নিজের ধৈর্যের পরিচয় দিয়েছে। উইকেটের চারপাশে শট খেলেছে ও। প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলেছিল। এর পর দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সঙ্গে দারুণ ধৈর্য ধরে ব্যাট করে ও। চাপটা ভালোই সামলেছে।’

তরুণদের প্রশংসা করার পাশাপাশি, টেস্ট নিয়ে যাঁদের আগ্রহ নেই, তাঁদের ইঙ্গিত করে ভারত অধিনায়ক বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলার জন্য যার খিদেটাই নেই, তাদের দেখে বোঝা যায়। তাদের খেলিয়ে লাভটা কী হবে?’ রোহিতের ইঙ্গিত ইশান কিষান, শ্রেয়স আইয়ারদের দিকে। তাঁদের রঞ্জি ট্রফিতে না খেলা নিয়ে ঠুকেছেন হিটম্যান।

ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজের জন্য বিরাট কোহলির বিশ্রাম নেওয়া নিয়ে অনেকেই ভ্রু বিরক্ত। কোহলির জায়গায় খেলতে নেমে বার বার ব্যর্থ হয়েছেন রজত পতিদার। এই প্রসঙ্গে রাঁচি টেস্ট জয়ের পর রোহিত বলেছেন, ‘আপনি যখন আপনার মূল খেলোয়াড়দের মিস করেন, তখন সেটা মোটেও ভালো লাগে না। কিন্তু দল হিসেবে কিছুই করার থাকে না। বিরাট কোহলি প্রতিটি পরিস্থিতিতে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং ওকে প্রতিস্থাপন করা এত সহজ কাজ নয়। চাপটা ভেতর থেকে নয়, বাইরে থেকে ছিল। আপনি যখন ভালো পারফর্ম করেন, তা আপনার দীর্ঘ ক্যারিয়ারের জন্য ভালো। অতীতে যা ঘটেছে, সেটা কোন ব্যাপার না। স্পষ্টতই, এটি একটি দুর্দান্ত সিরিজ হয়েছে। তবে ধর্মশালা টেস্টেও আমরা ভালো পারফর্ম করতে চাই।’

ক্রিকেট খবর

Latest News

বয়সকে তুড়ি মেরে এভারেস্ট বেস ক্যাম্পে ৫৯ বছরের ভারতীয় মহিলা, কোথা থেকে শিখলেন? IPL 2025 শুরুর আগে দেখুন ঋষভ পন্তের নেতৃত্বাধীন LSG-র সম্পূর্ণ স্কোয়াড ও সূচি নতুন কাজ নিয়ে ফেরার আগেই হরনাথের জীবনে শোকের ছায়া! কাকে হারালেন পরিচালক? ‘চাই না আওয়ামি লীগ ভোটে অংশগ্রহণ করুক’ এ কোন বাংলাদেশের কথা বলছেন নাহিদ! IPL 2025: জিততেই মাঠে নামবে পঞ্জাব কিংস… পন্টিংকে পাশে নিয়ে শ্রেয়সের হুঙ্কার শনির সাড়ে সাতিতে জীবনে চাপ! বাড়িতে লাগান এই গাছ, মুক্তি মিলবে শনি দোষ থেকে IPL 2025: ‘ফায়ার’ মেজাজে ইশান কিষান! SRH সমর্থকদের দাবি ‘অবকি বার ৪০০ পার’ ২৫ বছর পর সিনেমার পর্দায় রাতুল শঙ্কর, কার বিপরীতে অভিনয় করবেন তিনি? অমতে দীপঙ্করকে বিয়ে, উত্তর দিনাজপুরের মতোই জীবিত মেয়ের শ্রাদ্ধ করবেন অহনার মা? হুন্ডা অ্যাকটিভা-ই, QC 1, ফাটাফাটি দেখতে, দাম কেমন পড়বে? Accessories কত করে!

IPL 2025 News in Bangla

IPL 2025 শুরুর আগে দেখুন ঋষভ পন্তের নেতৃত্বাধীন LSG-র সম্পূর্ণ স্কোয়াড ও সূচি IPL 2025: জিততেই মাঠে নামবে পঞ্জাব কিংস… পন্টিংকে পাশে নিয়ে শ্রেয়সের হুঙ্কার IPL 2025: ‘ফায়ার’ মেজাজে ইশান কিষান! SRH সমর্থকদের দাবি ‘অবকি বার ৪০০ পার’ CT 2025 চ্যাম্পিয়ন হয়ে মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটালেন রোহিত! সামনে এল ছবি IPL 2025 শুরুর আগে দেখে নিন বিরাট কোহলিদের RCB-র সম্পূর্ণ স্কোয়াড ও সূচি 'অ্যানিমাল' হয়ে গেলেন ধোনি! গাড়ি থেকে পরপর বেরোল বন্দুক, মাহির রূপে থ নেটপাড়া দলকে সমস্যায় ফেললে শাস্তি যথাযথ! ব্রুকের IPL থেকে নির্বাসনকে সমর্থন KKR তারকার IPL 2025: KKR জার্সিতে আগুন ঝরাচ্ছেন RCB-র বাতিল তরুণ! চাপে গুরবাজ-ডি'ককরা কঠিন সময় আসল পরীক্ষা নেয়: মাঠে পারফর্ম করে সমালোচকদের জবাব দিতে চান শ্রেয়স চিন্নাস্বামীতে ক্রুণালকে গুগলি মিস্টার নাগসের, পার পেলেন না কোচ ফ্লাওয়ারও- Video

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.