বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ আয়োজনের সঙ্গে যুক্ত হলেন সৌরভ, পেলেন সিএবি-র গুরুদায়িত্ব

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে যুক্ত হলেন সৌরভ, পেলেন সিএবি-র গুরুদায়িত্ব

সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর আগে ২০১৬ ভারতে হয়েছিল টি-২০ বিশ্বকাপ। সেবারের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল ইডেন গার্ডেনে। সেই সময় সিএবির প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে সৌরভের অভিজ্ঞতা কাজে আসতে পারে, সেকথা মাথাতে রেখেই বিশ্বকাপের কমিটিতে সৌরভকে রাখার সিদ্ধান্ত নেয় সিএবি। 

শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপ একেবারে অ্যাসিড টেস্ট হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনের কাছে। ভারত প্রথম বার একক ভাবে যে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে, সেই বিশ্বকাপে যে ১০টি ভেন্যু ম্যাচগুলোর আয়োজন করবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু এটি।এখানেই খেলা হবে একটা সেমিফাইনাল ম্যাচও । পাশাপাশি আরও চার চারটি বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন। যার মধ্যে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ । সমস্ত ম্যাচ খুব ভালো ভাবে আয়োজন করতে বদ্ধপরিকর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবি। আর সেই উদ্দেশ্যেই এবার ঘরের ছেলে প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা কাজে লাগাতেই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে তাদের তরফে।

বিশ্বকাপের পাঁচটি ম্যাচ সুষ্ঠু ভাবে আয়োজন করতে একটি কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভকে। প্রাক্তন বিসিসিআই সভাপতির অভিজ্ঞতাকে কাজে লাগাতে মরিয়া সিএবি। বলা ভালো একটা সময়ে সিএবি সভাপতির দায়িত্বও সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ইডেন গার্ডেনেও ম্যাচ সুষ্ঠ ভাবে আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে বৈতরণী পার করতে চাইছে দাদ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি।

আরও পড়ুন: কোহলিকে চারে নামালে ভারতের ক্ষতি- রবি শাস্ত্রীর থিয়োরি উড়িয়ে দিলেন আর এক প্রাক্তনী

এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অথবা সিএবির কোনও পদে নেই। আপাতত কুলিং পিরিয়ড কাটাচ্ছেন অন্যতম সফল ভারত অধিনায়ক। তবে বিশ্বকাপের জন্য সিএবির গঠিত কমিটিতে এবার দেখা যাবে তাঁকে। এই কমিটিতে সৌরভকে থাকার অনুরোধ করা হয়েছিল। যা খবর সেই অনুরোধ মেনে নিয়েছেন তিনি। কমিটিতে সৌরভের মতো অভিজ্ঞ প্রশাসক থাকলে সিএবিকে বাড়তি অক্সিজেনের যোগান পাবে, বৃদ্ধি পাবে তাদের মনোবল। এমনটাই ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ হতে পারে প্রাক্তন প্রশাসক সৌরভের মতামত। সিএবির তরফে বিশ্বকাপ উপলক্ষ্যে একটি ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১২ সদস্যের কমিটিতে জায়গা করে নিয়েছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট। ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ছাড়া সেমিফাইনাল ম্যাচটিও খেলা হবে ইডেন গার্ডেনে। রয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান, পাকিস্তান বনাম ইংল্যান্ড, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ।

আরও পড়ুন: ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনির ছয় নিয়েই মাতামাতি হয়, বাকিদের অবদান মনে রাখেননি কেউ- ক্ষোভ উগরালেন গম্ভীর

১২ সদস্যের এই কমিটি সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই গঠনের সিদ্ধান্ত হয়েছে। আয়োজক কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে ২০১৬ ভারতে হয়েছিল টি-২০ বিশ্বকাপ। সেবারের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল ইডেন গার্ডেনে। সেই সময় সিএবির প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে সৌরভের অভিজ্ঞতা খুব কাজে আসতে পারে, সেকথা মাথাতে রেখেই বিশ্বকাপের কমিটিতে সৌরভকে রাখার সিদ্ধান্ত নেয় সিএবি। সৌরভ ছাড়াও ১২ জনের কমিটিতে রয়েছেন আর এক প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। ২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় সিএবির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ফলে তাঁরও আইসিসি ইভেন্টের বড় ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যা কাজে লাগাতে চাইছে সিএবি।

ক্রিকেট খবর

Latest News

সকাত চৌথ ২০২৫ কখন থেকে পড়ছে? চন্দ্রোদয়ের সময় দেখে নিন ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা, খরচ কত হবে? টিমের জন্য ১০টি শৃঙ্খলা নীতি প্রকাশ করল BCCI, নিয়ম ভাঙলেই শাস্তি দেবে বোর্ড বমি করে প্রযোজকের কমোড ভেঙে ফেলেন স্বস্তিকা! স্মৃতি হাতড়ে বললেন, ‘উত্তেজনায়…’ ‘১৫১ পাতা থেকে পড়া শুরু করলে…’ কুণালের নিশানায় কি ‘তিনি’ই? সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন তৈরি হয় নি ‘দোস্তানা ২’? কী বললেন জুহি? মুক্তি পেতে না পেতেই টিভিতে সম্প্রচার গেম চেঞ্জার! ক্ষুব্ধ প্রযোজক Australian Open 2025: চার ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে মেদভেদেভকে হারালেন লার্নার আগে জেহর ঘরে ঢুকে তাকে বন্দি বানানোর চেষ্টা করে আততায়ী? চায় ১ কোটি মুক্তিপণ? শুক্র হতে চলেছেন উত্তরমার্গী! বৃষ, তুলা সহ বহু রাশির কেরিয়ারে বিপুল উন্নতি

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.