তিন ম্যাচের টি-২০ সিরিজে পরাজিত হওয়ার পরে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ওয়ান ডে সিরিজ শুরু করে জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচ হেরে শ্রীলঙ্কাকে সিরিজে ফেরার সুযোগ করে দিলেন নাজমুল হোসেন শান্তরা। চট্টগ্রামে বাংলাদেশকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল শ্রীলঙ্কা।
শুক্রবার টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। নিশ্চিত শতরান হাতছাড়া করেন তৌহিদ হৃদয়। হাফ-সেঞ্চুরি করেন সৌম্য সরকার।
তৌহিদ ২টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ব্যক্তিগত ৯৬ রানে অপরাজিত থেকে যান। অর্থাৎ, ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তৌহিদের। ১০২ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
সৌম্য সরকার ৯টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন নাজমুল প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করে জয় এনে দেন দলকে। তিনি দ্বিতীয় ম্যাচে ৩৯ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ৬টি চার মারেন শান্ত।
এছাড়া ২৮ বলে ২৫ রান করেন মুশফিকুর রহিম। তিনি ৩টি চার মারেন। ১৮ বলে ১২ রান করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১টি চার মারেন। ৩৩ বলে ১৮ রান করেন তানজিদ হাসান শাকিব। তিনি ১টি চার মারেন। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তাস্কিন আহমেদ। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি লিটন দাস ও মাহমুদুল্লাহ।
শ্রীলঙ্কার হয়ে ৪৫ রানে ৪টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩০ রানে ২টি উইকেট নেন দিলশান মদুশঙ্কা। ৭২ রান খরচ করে ১টি উইকেট নেন প্রমোদ মদুশান।
আরও পড়ুন:- IPL 2024 শুরুর আগেই ‘অবসরের’ সিদ্ধান্ত গুজরাট টাইটানসের বিদেশি তারকার, প্রভাব পড়বে দলে?
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৭.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় তারা। দুরন্ত শতরান করেন ওপেনার পাথুম নিশঙ্কা। তিনি ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১১৪ রান করে সাজঘরে ফেরেন। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৩ বলে ৯১ রান করে মাঠ ছাড়েন চরিথ আসালঙ্কা।
আরও পড়ুন:- PSL 2024: পিএসএলে ইতিহাস বাবর আজমের, ৫০০ টপকে ভাগ বসালেন রিজওয়ানের রেকর্ডে
১টি চার ও ২ ছক্কার সাহায্যে ১৬ বলে ২৫ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের শরিফুল ইসলাম ও তাস্কিন আহমেদ ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন নিশঙ্কা।