বাংলা নিউজ > ক্রিকেট > বাংলাদেশে সেলেব্রিটি ক্রিকেট লিগের ম্যাচে ধুন্ধুমার, মরামারির জেরে বাতিলই হয়ে গেল টুর্নামেন্ট- ভিডিয়ো

বাংলাদেশে সেলেব্রিটি ক্রিকেট লিগের ম্যাচে ধুন্ধুমার, মরামারির জেরে বাতিলই হয়ে গেল টুর্নামেন্ট- ভিডিয়ো

বাংলাদেশে সেলেব্রিটি ক্রিকেট লিগের ম্যাচে ধুন্ধুমার।

মারামারির ঘটনা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, ছয় জন ক্রিকেটার গুরুতর আহত হন। আর এই ঘটনার জেরেই টু্র্নামেন্ট বাতিল করে দিতে বাধ্য হন আয়োজকেরা। সেমিফাইনালের আগেই ঘটে যায় এই লজ্জাজনক ঘটনা।

শুভব্রত মুখার্জি: ক্রিকেট খেলাকে সাধারণত 'জেন্টলম্যানস গেম' বলে আখ্যা দেওয়া হয়। তবে দীর্ঘ দিন আগেই এই জেন্টলম্যানস গেমের গায়ে লেগেছে কলঙ্কের দাগ। ম্য়াচ গড়াপেটার মতো ঘটনা ক্রিকেটকে কলঙ্কিত করেছে। তবে ক্রিকেট মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির মতন ন্যক্কারজনক ঘটনার উদাহরণ খুব কম রয়েছে। বাংলাদেশে আয়োজন করা হয়েছিল সেলেব্রিটি ক্রিকেট লিগের। সেখানে দুই দলের ক্রিকেটারদের মধ্যে রীতিমতো হাতাহাতি হয়ে গেল। পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় গিয়েছিল যে, ক্রিকেট ম্যাচ হচ্ছে নাকি মল্লযুদ্ধ- তা দেখে বোঝা দায় ছিল।

আরও পড়ুন: এটাই আমার শেষ বিশ্বকাপ হতে পারে- টুর্নামেন্ট শুরুর আগেই অবসরের ইঙ্গিত দিলেন অশ্বিন

এতটাই বাজে ঘটনা ঘটে যায় যে, আয়োজকেরাই সেমিফাইনালের আগে টু্র্নামেন্ট বাতিল করে দিতে বাধ্য হন। মারামারির ঘটনা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে, ছয় জন ক্রিকেটার গুরুতর আহত হন। আর এই ঘটনার জেরেই টু্র্নামেন্ট বাতিল করা হয় আপাতত। সেমিফাইনালের আগেই ঘটে গেল এই লজ্জাজনক ঘটনা।

ম্যাচটি ছিল গ্রুপ পর্বের একটি ম্যাচ। যেখানে বাংলাদেশের চিত্রপরিচালকদের একাদশ মুখোমুখি হয়েছিল একে অপরের। যেখানে একদিকে ছিল মোস্তাফা কামাল রাজের দল। অন্যদিকে ছিল দীপঙ্কর দীপনের দল। সেই ম্যাচেই ঘটে ঘটনাটি।

আরও পড়ুন: রোহিতদের সঙ্গে বৃষ্টি এখন যেন সমার্থক, বাতিল ভারত-ইংল্যান্ড গুয়াহাটির প্রস্তুতি ম্যাচও

ঘটনার জেরে যে ছয় ক্রিকেটার চোট পেয়েছেন, তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের তালিকায় রয়েছেন শিশির সর্দার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিক রহমান, শেখ শুভ এবং আশিক জাহিদ। একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রাজ রিপা রীতিমতো হাউহাউ করে কাঁদছেন। আম্পায়ারের ম্যাচে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তের ফলেই সমস্যা আরও বেড়ে যায়। রিপার অভিযোগ ছিল তিনি একটি স্পষ্ট চার মারলেও আম্পায়ার তা ইচ্ছাকৃত ভাবে দেননি। আম্পায়ারের একের পর এক খারাপ সিদ্ধান্তের পর ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। রিপা সরাসরি ম্যানেজমেন্টের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ এনেছেন। রিপার কান্নার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ক্রিকেট খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.