সেপ্টেম্বরের শুরুতে যখন বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকার বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন, তখন তিনি কোনও রিজার্ভ প্লেয়ারের নাম ঘোষণা করেননি। তিনি সেই সময়ে ইঙ্গিত দিয়েছিলেন যে, কোনও প্লেয়ার চোটে আক্রান্ত না, ১৫ জনের দলে পরিবর্তন হবে না। কিন্তু এশিয়া কাপে অক্ষর প্যাটেল চোটের কবলে পড়েন। এবং তিনি বিশ্বকাপ থেকেই ছিটকে যান। যে কারণে ভারত তাঁর পরিবর্ত হিসেবে প্রথমে অস্ট্রেলিয়া সিরিজের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হয়েছিল। এবং পরে বিশ্বকাপের ১৫ জনের দলেও অক্ষরের পরিবর্ত হিসাবে ঢুকে পড়েন তারকা স্পিনার।
আরও পড়ুন: রোহিতদের সঙ্গে বৃষ্টি এখন যেন সমার্থক, বাতিল ভারত-ইংল্যান্ড গুয়াহাটির প্রস্তুতি ম্যাচও
প্রায় দেড় বছরের বেশি সময় পর অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ওডিআই ম্যাচ খেলেন। এবং প্রথম দুই ম্যাচে বল হাতে তিনি নজরও কাড়েন। অশ্বিন মোট ১১৫টি একদিনের আন্তর্জাতিকে ১১৩টি ইনিংস খেলে ১৫৫টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৫ রানে চার উইকেট। গড় ৩৩.২০, ইকোনমি ৪.৯৪। দেশের মাটিতে ৪৪ ম্যাচে ৬৯, বিদেশে ৪৪ ম্যাচে ৪২ এবং নিরপেক্ষ দেশে ২৭ ম্যাচে ৪৪ উইকেট রয়েছে অশ্বিনের।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে একটি স্টার স্পোর্টসের হয়ে দীনেশ কার্তিক একটি সাক্ষাৎকারে অশ্বিনকে প্রশ্ন করেছিলেন, তিন মাস আগে তাঁকে যদি কেউ বিশ্বকাপের দলে থাকার বিষয়ে জানাতে চাইতেন, সেটা অশ্বিন বিশ্বাস করতেন কিনা! এই কথা হেসে ফেলেন অশ্বিন। জবাবে বলেন, ‘আমি তাঁকে বলতাম তিনি মজা করছেন।’ সঙ্গে যোগ করেন, ‘জীবন অনেক চমকে ভরা। তবে সত্যি কথা বলতে গেলে ভাবিনি বিশ্বকাপের দলে থাকব। দলে সুযোগ পাওয়ায় আমি বিস্মিত। গত চার-পাঁচ বছর ধরে খেলা উপভোগ করাই আমার উদ্দেশ্য।’
কার্তিকের সঙ্গে কথা বলার সময়েই অশ্বিন সাফ বলে দেন, বল দুই দিকে ঘোরানোরই লক্ষ্য থাকবে তাঁর। এবং তিনি সূক্ষ্ম বৈচিত্র আনতে চাইবেন তাঁর বলে। তবে তিনি যোগ করেছেন যে, তিনি যদি বিশ্বকাপের চূড়ান্ত একাদশে সুযোগ পান, তবে সেটা তাঁর উপভোগ করাই মূল ফোকাস হবে।
তিনি বলেছেন, ‘আমার দুই দিকে ঘোরানোরই লক্ষ্য থাকবে। এবং আমি মনে করি, ইতিমধ্যেই তা করতেও পারি। এই ধরণের টুর্নামেন্টে সূক্ষ্ম বৈচিত্র্য আনা এবং চাপের মোকাবিলা করাটা জরুরি। আমি ভালো জায়গায় থেকে খেলাটা উপভোগ করতে চাই। আমি এটা বলে রাখছি যে, এটি ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ হতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে