আর এক মাস সময়ও বাকি নেই। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই শুরু হবে এই বছরের উইমেন্স প্রিমিয়ার লিগ (ডাব্লিউপিএল)। ইতিমধ্যেই, অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের দল গঠন সেরে ফেলেছে। বেশ কয়েকজন ক্রিকেটারও এই মুহূর্তে ব্যস্ত রয়েছে প্রস্তুতি নিয়ে। তবে এরই মাঝে, আসন্ন এই টুর্নামেন্ট ঘিরে উঠে এলো একটি নতুন খবর। ইউপি ওয়ারিয়র্স দল নিজেদের শিবিরে নিয়েছেন শ্রীলঙ্কার তারকা চামারি আতাপাত্তু। ইংল্যান্ডের পেস বোলার লরেন বেলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তিনি। ৩০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে ইউপি ফ্র্যাঞ্চাইজি।
২০২৩ সালের শেষের দিকে যখন নিলাম পর্ব অনুষ্ঠিত হয়, প্রথমদিকে নাম ছিল না চামারি আতাপাত্তুর। তা দেখে রীতিমত চমকে যায় ক্রিকেট বিশ্ব। এমনকী বহু প্রাক্তন তারকারাও এর নিন্দে করে। অধিকাংশেরই বক্তব্য গত মরশুমে টুর্নামেন্টের সেরা হওয়া সত্বেও কি করে তাঁর কপালে জুটলো না কোনও দল। তবে এবারে এই তালিকায় যুক্ত হলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার। ইংল্যান্ডের পেস বোলার লরেন বেলের পরিবর্তে তাঁকে দলে জায়গা দিয়েছে ইউপি ওয়ারিয়র্স। জানা গিয়েছে, শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেল। তাঁকে নেওয়া হয়েছে ৩০ লক্ষ টাকার বিনিময়ে, এমনটাই একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে ডব্লুপিএল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থাৎ ২৫ জানুয়ারি, বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা। একাধিক তরুণ ও তারকা ক্রিকেটার এই পুরস্কার জিতেছেন। আইসিসির তরফ থেকে বছরের সেরা পুরুষ ক্রিকেটারকে দেওয়া হয়েছে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি এবং সেরা মহিলা ক্রিকেটারকে দেওয়া হয়েছে রিচার্ড হেহো ফ্লিন্ট ট্রফি। মোট ১৩টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। আইসিসির এই পুরস্কারের তালিকায় জায়গা পান চামারি আতাপাত্তু। আইসিসির তরফ থেকে সেরা মহিলা ওডিআই ক্রিকেটারের পুরস্কার পান তিনি।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুম। ইতিমধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। একাধিক তরুণ ও তারকা ক্রিকেটার জায়গা পেয়েছেন বিভিন্ন দলে। মোট পাঁচটি দল খেলবে এই টুর্নামেন্ট। ম্যাচগুলি খেলা হবে বেঙ্গালুরু ও নয়া দিল্লিতে। ২৪ জানুয়ারিতে ঘোষণা করা হয়েছে ম্যাচগুলির সূচি। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে জেতে এবারের খেতাব।