ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১ রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। তাও ম্যাচের শেষ বলে। এই ম্যাচেই বোলিং করতে এসেই আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। দুরন্ত ক্যাচ নেন ভেঙ্কটেশ আইয়ার। এবারের আইপিএলে সব বোলাররাই একটু বেশি রান দিচ্ছেন। এখানে নতুন কিছুই নেই। বুমরাহ বা সুনীল নারিনরা ব্যতিক্রম। কিন্তু তিনি নিজের কাজটা ভালোভাবেই করছেন, সেটা বল হাতে বোঝাচ্ছেন বরুণ। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষেও বল হাতে এসেই চমক দেখিয়েছিলেন বরুণ চক্রবর্তী। একই ওভারে পর পর দুই বলে তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং সিমরন হেটমায়েরের উইকেট। যদিও সেই ম্যাচে কেকেআরের বাকি বোলাররা আর দলকে জেতাতে পারেননি। এই ম্যাচে অবশ্য জিতল নাইটরা।
আরও পড়ুন-IPL 2024-‘ধোনিকে সব জানিয়ে ছিলাম’…বিতর্ক নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না
রবিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও নিজের কাজ ঠিক মতোই করলেন বরুণ। শেষ কয়েকটা ম্যাচে ফ্যাফ ডুপ্লেসি রানের মধ্যে ফিরছিলেন। ফলে তাঁকে আর বেশি বড় ইনিংস খেলতে দেননি তিনি। বরুণের পাতা ফাঁদেই পা দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক। যদিও বরুণের বলের থেকেও ভেঙ্কটেশ আইয়ারের ফিল্ডিংয়ের বেশি প্রশংসাই হচ্ছে সর্বত্র। কারণ যেভাবে তিনি ডাইভ দিয়ে আরসিবি অধিনায়ককে সাজঘরে ফেরালেন তা নজর কেড়েছে সকলেরই।
আরও পড়ুন-১৫ মাস আগে খেলেছেন শেষ ম্যাচে, ৩০-এ টেনিসকে বিদায় ২ বারের স্লাম চ্যাম্পিয়নের
ইডেন গার্ডেন্সে তৃতীয় ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে ছিলেন হর্ষিত রানা। তাঁর ফুল টস বল বিরাট বুঝতে পারেননি। ব্যাটে লেগে সরাসরি বল যায় রানার কাছে। কট অ্যান্ড বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন বিরক্ত বিরাট। এরপরই আরসিবির ওপর চাপ বাড়াতে পেস অ্যাটাকের পাশাপাশি পাওয়ার প্লের মধ্যেই স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে আসেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর তাতেই আসে দ্বিতীয় উইকেট। প্রথম বলেই বরুণের বলেই আউট হন ফাফ ডুপ্লেসি।
আরও পড়ুন-IPL 2024-SRK সেরা মালিক! আমায় বলেছিল যে যতদিন KKR-এ আছো, ততদিন একাদশে থাকবে-গম্ভীর
বরুণ চক্রবর্তীর বল মিড অনের ওপর দিয়ে খেলতে যান আরসিবি অধিনায়ক। শট ঠিকঠাক ব্যাটের মাঝখানে না লাগায় মিড অনের ফিল্ডারের দিকে চলে যায়। ফিফটি-ফিফটি চান্স বলা যায়। কিন্তু সেই সুযোগকেই দুরন্ত দক্ষতায় উইকেটে কনভার্ট করেন ভেঙ্কটেশ আইয়ার। ডাইভ দিয়ে অনবদ্য ক্যাচ নেন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার। এবারের আইপিএলে অন্যতম সেরা ক্যাচও বটে। দুই ওপেনার ফিরতে কিছুটা চাপে পড়ে যায় আরসিবি। চার ওভারের মধ্যে জোড়া ওপেনারকে সাজঘরে ফেরানোয় কিছুটা স্বস্তি পায় নাইট বোলাররা। যদিও পরে তাঁদের বেশ শাসন করেন উইন জ্যাকস এবং রজত পতিদার। তবে সুনীল নারিনের জোড়া উইকেটই বেঙ্গালুরুকে ফের চাপে ফেলে দেয়। ব্যাটে রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আইয়ার। বল হাতে তিনি সুযোগ পাননা সেরম। এরই মধ্যে অন্তত ফিল্ডিং দিয়ে কিছুটা দলকে সাপোর্ট দিতে পেরে খুশি এই ম্যাচে ১৬ রান করা ভেঙ্কটেশ।