বাংলা নিউজ > ক্রিকেট > ভিডিয়ো: এ সব প্রশ্ন করছেন কেন? শ্বশুরের অভিযোগের কথা শুনেই মেজাজ হারালেন রবীন্দ্র জাদেজার স্ত্রী

ভিডিয়ো: এ সব প্রশ্ন করছেন কেন? শ্বশুরের অভিযোগের কথা শুনেই মেজাজ হারালেন রবীন্দ্র জাদেজার স্ত্রী

স্ত্রী রিভাবার সঙ্গে রবীন্দ্র জাদেজা (ছবি-ইনস্টাগ্রাম)

সম্প্রতি জাদেজার বাবা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং এই সাক্ষাৎকারে তিনি রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবার দিকে আঙুল তুলেছিলেন। জাদেজার বাবা অভিযোগ করে বলেন যে, জাদেজাকে পরিবার থেকে আলাদা করেছেন তাঁর স্ত্রী রিভাবা। সম্প্রতি এক অনুষ্ঠানে রিভাবাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। যার শুনে রেগে যান তিনি।

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্তমানে এই সিরিজ ১-১ সমতায় রয়েছে। কয়েকদিন আগে এই সিরিজের মাঝেই আলোচনায় আসেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আসলে এর কারণ তাঁর ক্রিকেট বা ইনজুরি নয়, এর কারণ হল রবীন্দ্র জাদেজার পারিবারিক অশান্তি ও তাঁর মাঝে জাড্ডুর বাবার একটি মন্তব্য। আসলে, সম্প্রতি জাদেজার বাবা অনিরুধ সিং একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং এই সাক্ষাৎকারে তিনি রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবার দিকে আঙুল তুলেছিলেন। জাদেজার বাবা অভিযোগ করে বলেন যে, জাদেজাকে পরিবার থেকে আলাদা করেছেন তাঁর স্ত্রী রিভাবা। সম্প্রতি এক অনুষ্ঠানে রিভাবাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। যার শুনে রেগে যান তিনি।

কেন সাংবাদিকের ওপর রেগে যান রিভাবা?

ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং জামনগর উত্তরের বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানেই একই অনুষ্ঠানে এক সাংবাদিক রিভাবাকে তাঁর শ্বশুরবাড়ির অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রশ্ন শুনে রেগে যান রিভাবা। তিনি সঙ্গে সঙ্গে সাংবাদিককে ক্ষোভের সঙ্গে জবাব দেন, ‘আমরা এখানে কেন এসেছি? এ বিষয়ে কিছু বলতে চাইলে সরাসরি যোগাযোগ করুন।’ রিভাবার ক্ষুব্ধ জবাবের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

জাদেজার বাবা রিভাবার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন

সম্প্রতি, দিব্যা ভাস্করকে দেওয়া একটি সাক্ষাৎকারে, রবীন্দ্র জাদেজার বাবা অনিরুধ সিং জাদেজা নিজের পুত্রবধূ রিভাবাকে অভিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন যে, ‘তিনি প্রতারণা করে পরিবারকে ধ্বংস করেছেন, তিনি একটি পরিবার চান না। সবকিছু বিনামূল্যে হতে হবে। কিছুই না, শুধু ঘৃণা। রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রীর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি তার সঙ্গে কথা বলি না এবং সে আমাকে ফোন করে না। রবীন্দ্রের বিয়ের দুই-তিন মাসের মধ্যেই ঝগড়া হয়। আমি জামনগরে একা থাকি আর পঞ্চবটিতে রবীন্দ্রের আলাদা বাংলো আছে।’

কী বললেন রিভাবা?

এরপরে রিভাবার এই ভিডিয়োটি সামনে এসেছে। ভাইরাল ভিডিয়োতে রিভাবা বলছেন, ‘আপনি এখানে এসে আমাকে এসব প্রশ্ন করছেন কেন? আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।’ জানিয়ে রাখি, জাদেজার বাবা যখন তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন, তখন রবীন্দ্র জাদেজা বলেছিলেন, ‘সাক্ষাৎকারে তাঁর বাবা যা বলেছিলেন তা ভুল এবং অর্থহীন। এই সাক্ষাৎকারে তিনি শুধুমাত্র একটি পক্ষের দৃষ্টিভঙ্গি দিয়েছেন, যা আমি সম্পূর্ণ অস্বীকার করি।’

ক্রিকেট খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.