ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা দারুণ হয়েছে। গত চার দিনে অনেক রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। মঙ্গলবার জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও জিতল। চলতি মরশুমে দুই দলই খেলতে এসেছে নতুন অধিনায়ককে নিয়ে। ম্যাচে টস জিতেছেন গুজরাটের অধিনায়ক শুভমন গিল। টস জিতে ব্যাট করার পর যা ঘটল তার ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিলকে। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর গুজরাট টাইটান্স শুভমন গিলকে দলের অধিনায়ক করেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অধিনায়ক হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন শুভমন গিল। রোমাঞ্চকর ম্যাচে হার্দিকের দলকে হারান তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অবশ্য হারতে হল গুজরাট টাইটান্সকে। তবে তার আগে এদিন টস করার সময় শুভমন গিলকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল।
২৬ মার্চ, মঙ্গলবার IPL 2024-এর সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল গত মরশুমের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। এই ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে অনুষ্ঠিত হয়েছিল। এদিনের ম্যাচে শুভমন গিল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে টসের সময় বড় ভুল করে বসেন শুভমন গিল।
আরও পড়ুন… ভিডিয়ো: আরে ওকে নিঃশ্বাসটা তো নিতে দে- হরপ্রীতকে বকা দিলেন কোহলি, কীভাবে শোধ নিলেন বোলার
আসলে এই সময়ে যখন টস হয়েছিল, তখন সেটি জেতেন শুভমন গিল। এই সময়ে ম্যাচ রেফারি শুভমন গিলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন কী করবেন? সেই সময়ে প্রথমে ব্যাট করার কথা জানান শুভমন গিল, তবে সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নেন এবং বলেন বোলিং করবেন। এটি অবশ্য একবার নয়, একাধিকবার বলেন তিনি। আসলে গিল বুঝে গিয়েছিলেন যে তিনি একটি ভুল করে ফেলেছেন। শুভমন গিলের এই ভুল করার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IPL 2024: যদি কোহলির ক্যাচটা নেওয়া হত....ম্যাচ শেষে হাহুতাশ ধাওয়ানের
ম্যাচের কথা বললে, রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস IPL 2024-এ তাদের টানা দ্বিতীয় জয় নথিভুক্ত করেছে। মঙ্গলবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে তারা ৬৩ রানে হারিয়েছে। শিবম দুবে এবং রচিন রবীন্দ্রের ঝোড়ো ব্যাটিংয়ের ভিত্তিতে চেন্নাই সুপার কিংস ২০৬/৬ এর বিশাল স্কোর করেছিল। জবাবে গুজরাট দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তুলতে পারে।