শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হলেন বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সমানভাবে সাবলীল তিনি। গত ওডিআই বিশ্বকাপে একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই রান পেয়েছেন তিনি। ৭৫৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি। ভেঙেছেন ওয়ানডে ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ শতরানের(৪৯) নজিরও। বিশ্বকাপের পরপরেই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে ও তাঁর ব্যাট থেকে এসেছে রান। এবার সেই বিরাট কোহলিকে নিয়েই এক বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেস বোলার শোয়েব আখতার। তাঁর মতে বিরাট কোহলি যদি তাদের সময়ে খেলতেন তাহলে নাকি তিনি সমস্যায় পড়তেন! কেন এমনটা দাবি করেছেন শোয়েব? এর পিছনে কী যুক্তি বা ব্যাখ্যা দিয়েছেন শোয়েব আখতার? আসুন জেনে নেওয়া যাক।
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন শোয়েব আখতার। সেখানে শুরু হয়েছে আইএল টি-২০'র আসর। এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সেখানে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন শোয়েব আখতার। সেখানেই সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিরাট কোহলি তাদের সময়ে খেললে সমস্যার সম্মুখীন হতেন।তবে পাশাপাশি তিনি এই দাবিও করেছেন যে সমস্যায় পড়লেও বিরাট কোহলি রান হয়তো করতে পারতেন।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘আমাদের সময়ে সচিনকে (তেন্ডুলকর) একটা বলেই খেলতে হত। কারণ দুপ্রান্ত থেকেই এক বলে বল করা হত। ফলে বল একটু পুরনো হলেই রিভার্স সুইং করতে শুরু করত। বিশ্বের সেরা ব্যাটারদের বিরুদ্ধে বল রিভার্স সুইং করেছে। যা সামলাতে সেরার সেরি ব্যাটারদের সমস্যায় পড়তে হয়েছে। সেই সময়ে একটি মাত্র সার্কেল (ইনার সার্কেল) থাকত। আজ যদি সচিন তেন্ডুলকর খেলত তাহলে আরও বেশি রান করত ও। নিঃসন্দেহে ও সর্বকালের সেরা ক্রিকেটার। ওর পাশাপাশি রিকি পন্টিং, ব্রায়ান লারার মতন সর্বকালের সেরা ক্রিকেটাররাও ছিলেন। আমাদের সময়ে যদি বিরাট খেলত তাহলে ও নিঃসন্দেহে কঠিন প্রতিযোগিতা করত। কঠিন সমস্যার মধ্যে পড়তে হত ওঁকে। তবে এখন সে যে ফর্মে রয়েছে তাতে করে রান হয়তো ও করতে পারত। তবে ওয়াসিম আক্রমের বিরুদ্ধে খেলা সহজ হত না। তবে বিরাট তো বিরাটই। এই সময়ের সেরা ব্যাটার ও।’