ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট ম্যাচ থেকে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির অনুপস্থিতির সঙ্গে তাঁর মায়ের স্বাস্থ্যের সম্পর্কযুক্ত গুজব অস্বীকার করেছেন বড়ভাই বিকাশ কোহলি,। ‘ভুয়ো খবর’ ছড়ানোর নিন্দা করেছেন বিরাট কোহলির বড়ভাই বিকাশ। জনসাধারণ এবং মিডিয়াকে অযৌক্তিক এবং ভিত্তিহীন প্রতিবেদনে জড়িত হওয়া থেকে বিরত থাকার জন্য আবেদন করেছেন তিনি। পাশাপাশি আশ্বস্ত করেছেন যে, তাঁদের মা সরোজ কোহলি একেবারে ভালো রয়েছেন।
বিকাশ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সবাইকে হ্যালো! আমি লক্ষ্য করেছি যে, আমাদের মায়ের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর চারপাশে প্রচারিত হচ্ছে। আমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে, আমাদের মা একেবারে ফিট এবং ভালো আছেন। এছাড়াও আমি সবাইকে এবং মিডিয়াকেও অনুরোধ করব, এই ধরনের খবর না ছড়ানোর জন্য। সঠিক তথ্য পরিবেশন করুন। যাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
প্রথম ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরুর তিন দিন আগে কোহলি ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর বিরাটের মায়ের অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়েছিল। বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছিল, ‘মিস্টার বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দু'টি টেস্ট থেকে নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন।’
কোহলি ভারতের হয়ে শেষ বার অংশ নিয়েছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। যে সিরিজেও তিনি প্রথম টি-টোয়েন্টি খেলেননি। তবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ খেলেন। তার আগে, কোহলি কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেছিল, যেখানে ভারত দু'দিনের মধ্যে সাত উইকেটে ম্যাচ জিতেছিল। কারণ উভয় দলই ইতিহাসে সবচেয়ে ছোট টেস্ট খেলার নজির গড়েছিল (১০৭ ওভার)। কেএল রাহুল এই সিরিজে ভারতের হয়ে একমাত্র সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু কোহলির মতো আবার কোনও ব্যাটার রান করতে পারেননি। তিনি চার ইনিংসে যথাক্রমে ৩৮, ৭৬, ৪৬ এবং ১২ রান করেছিলেন।
কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে দলে ফিরবেন কিনা, সেই বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। ইংল্যান্ড বর্তমানে হায়দরাবাদে প্রথম টেস্ট ২৮ রানে জিতে ১-০ লিড নিয়েছে।
হায়দরাবাদে কোহলির অনুপস্থিতি খুব বেশি অনুভূত হয়েছিল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের সময়ে, যখন ভারতীয় ব্যাটিং অর্ডারের পতন হয়েছিলেন। এবং টিম ইন্ডিয়া ২০২ রানে অলআউট হয়ে গিয়েছিল। ১৯০ রানের লিড নেওয়ার পরেও, ভারত ম্যাচটি ২৮ রানে হেরে গিয়েছিল।