রবিচন্দ্রন অশ্বিন, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্টে ভারতের হয়ে ছয় উইকেট নিয়েছিলেন। যদি ম্যাচটি ভারত ২৮ রানে হেরে যায়। তবে নিজে ভালে পারফরম্যান্স করে ৮৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানই ধরে রেখেছেন অশ্বিন। যেখানে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহও হাফ ডজন উইকেট নিয়ে এক ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন। টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে শীর্ষ দশে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে রয়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। তিনি রয়েছেন ছয় নম্বরে।
এদিকে, ইংল্যান্ডের জো রুট আবার অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছেন। ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে বল হাতে ভালো প্রদর্শন করেছিলেন। যার নিটফল, তিনি অলরাউন্ডারদের তালিকায় প্রথম পাঁচের মধ্যেই জায়গা করে নিয়েছেন।
যদিও জো রুট প্রাথমিক ভাবে তাঁর ব্যাটিং দক্ষতার জন্য পরিচিত। তবে ৩৩ বছর বয়সী তারকা হায়দরাবাদ টেস্টে পাঁচ উইকেট নিয়ে স্পিনার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। এমন কী টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে বোলিং ওপেন করেন তিনি। আর এই কারণেই জো রুট টেস্ট অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিংয়ে উঠে এসেছেন।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দুই নম্বরে। তিনে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। চারে জো রুট উঠে আসায় পাঁচে নেমে গিয়েছেন বেন স্টোকস। এবং ভারতের অক্ষর প্যাটেল নেমে গিয়েছেন ছয়ে।
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে ভারতের একমাত্র রয়েছেন বিরাট কোহলি। তিনি ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এদিকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অলি পোপ, যিনি দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১৯৬ রান করে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন, তিনি ২০তম স্থান থেকে এক লাফে ১৫ নম্বরে উঠে এসেছেন। পোপের ইংল্যান্ডের সতীর্থ বেন ডাকেটও তাঁর র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ভারতের বিরুদ্ধে ৩৫ এবং ৪৭ রান করার পর পাঁচ ধাপ এগিয়ে ২২ তম স্থানে জায়গা পেয়েছেন।
গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা দুই ধাপ উপরে উঠে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পরে, ওয়েস্ট ইন্ডিজের তিন জোরে বোলার তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে।
কেমার রোচ দুই ধাপ উপরে উঠে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। আলজারি জোসেফ চার ধাপ উপরে উঠে ৩৩তম স্থানে জায়গা পেয়েছেন এবং শামার জোসেফ, যিনি গাব্বায় ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন, তিনি টেস্ট র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ লাফ মেরে ৫০ নম্বরে জায়গা করে নিয়েছেন।