ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। ২০১১ সালের পর ফের বিশ্বকাপ জেতার সুযোগ এসেছে ভারতীয় দলের সামনে। সেই বছরও ঘরের মাটিতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। এবারও ঠিক তাই। তবে এই বছর বিশ্বকাপের পরিস্থিতিটা ভারতের কাছে কিছুটা ভিন্ন। মহেন্দ্র সিং ধোনি যখন ভারতকে বিশ্বকাপ এনে দেয় সেই সময়ে ভারতীয় দল নতুন করে নিজেদের প্রতিষ্ঠার জন্য লড়ছিল। আজকের রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতিষ্ঠিত। ভারতীয় বোর্ড বিশ্বের অন্যতম ধনি বোর্ড। সেই জায়গা থেকে দীর্ঘ ১০ বছর ধরে ভারতীয় দলের কাছে নেই কোনও আইসিসি ট্রফি।
প্রতিটি টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছে বিরাট কোহলিদের। সেই শাপমোচন এবার ঘটবে কিনা তা নিয়ে প্রশ্ন আগ্রহ রয়েছে সবার। এমন পরিস্থিতিতে একদিনের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। আর এই দল ঘোষণার করার পর থেকেই বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন এই দলের অনেক ফাঁক-ফোকর রয়েছে। বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে দশের মধ্যে পাঁচ নম্বর দিতে তিনি রাজি হয়েছেন।
জাতীয় নির্বাচক কমিটি ১৫ জনের দল ঘোষণা করেছে। রোহিত শর্মাকে অধিনায়ক রেখে এবারের বিশ্বকাপের সফরে ঝাপাবে ভারত। স্বাভাবিকভাবেই সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। উইকেট কিপার হিসাবে দলে রয়েছেন ইশান কিশান এবং কেএল রাহুল। শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা আছেন। পুরোপুরি সুস্থ হতে না পারায় দলে জায়গা হয়নি ঋষভ পন্তের। অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুরকে। আছেন অক্ষর প্যাটেলও। বোলার হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবকে দলে রাখা হয়েছে।
এই দল ঘোষণা হওয়ার পরেই প্রাক্তন ক্রিকেটারদের থেকে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর এই দলকে নিয়ে বলেন, 'ভারতের বিশ্বকাপ যাত্রাতে যে দল বাঁছা হয়েছে তাতে অনেক ফাঁক ফোকর রয়েছে। বিশেষ করে স্পিনারদের অভাব দেখা যাচ্ছে। আমি এই দলকে দশের মধ্যে পাঁচ রেটিং দিতে পারি। এছাড়াও আমি মনে করি সূর্যকুমার যাদবের বদলে তিলক বর্মাকে নেওয়া উচিত ছিল।'