RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মাঝেই, নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে, আরও ২টি পালক কোহলির মুকুটে
Updated: 05 May 2024, 02:47 PM ISTVirat Kohli Creates History: টি-টোয়েন্টি ক্রিকেটে ১২,৫০০০ রান স্পর্শ করা প্রথম ভারতীয় ব্যাটসম্যানের নজিরও গড়েছেন কোহলি। তিনি এই মাইলস্টোন থেকে মাত্র ছয় রান দূরে ছিলেন। শনিবার আরসিবি ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মোহিত শর্মাকে ছক্কা মেরে এই মাইলস্টোনে পৌঁছে যান কোহলি।
পরবর্তী ফটো গ্যালারি