বলিউডে ফের ব্রেক-আপ! ভেঙে গেল আদিত্য় রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেম। মণীশ মালহোত্রার ফ্যাশন শো-তে নজর কেড়েছিলেন আদিত্য-অনন্যা। এরপর থেকেই বলিউডের একাধিক পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা নজর কাড়ে। প্রকাশ্যে প্রেম নিয়ে মুখ না খুললেও বহুবার বিদেশে একসঙ্গে ছুটি কাটিয়েছেন আদিত্য-অনন্যা। পতুর্গালের রাস্তায় অনন্যা-আদিত্যর মাখামাখির ছবিও ভাইরাল হয়েছে। তবে সবই এখন অতীত! আরও পড়ুন-বিয়ের ৫ মাস পার, মাঝরাতে আদরে মাখামাখি! পিয়াকে ভুলে কাকে বুকে টানলেন পরমব্রত?
গত মাসের গোড়ার দিকে অনন্যার ইনস্টাগ্রাম পোস্ট উস্কে দিয়েছিল ব্রেক আপ জল্পনা, এবার তাতে সিলমোহর দিলেন অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র। বম্বে টাইমসকে অভিনেত্রীর এক বন্ধু জানিয়েছেন, ‘প্রায় এক মাস আগে, মার্চে ওদের বিচ্ছেদ হয়েছে। সবকিছুই ঠিকঠাক চলছিল, ওদের প্রেমভাঙার খবরটা আমাদের সবার কাছেই খুব শকিং। পরস্পরের প্রতি কোনও অভিমান নেই। মুভ অন করার চেষ্টায় রয়েছে অনন্যা। নিজের চারপেয়ে ছানার সঙ্গে সময় কাটাচ্ছে, আদিত্যও নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে’।
ভালোবাসা মোটেই সহজ নয়! প্রেমের জটিলতা নিয়ে হাতে লেখা একটি নোট গত মাসে শেয়ার করেছিলেন অনন্যা। তাতে লেখা ছিল, সে যদি তোমার হয় তাহলে অবশ্যই ফিরে আসবে। এ সবই শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনি সেটি গ্রহণ না করেন, তবে আপনি তাকে দূরে পাঠিয়ে দিতে পারেন, যদি এটি আপনার হয় তবে ফিরে আসবে। যদিও আপনি বিশ্বাস করতে পারেন যে এটি আসলে আপনার - কারণ এটি আপনার জন্য তৈরি করা। কখনও যদি আপনার মনে হয়, এত সুন্দর জিনিস আপনার হতেই পারে না, তাহলেও এটি কখনোই আপনার অংশ নয়। এটি আপনার আত্মার সঙ্গে কখনও সংযুক্ত ছিল না'।
প্রেম নিয়ে আদিত্য-অনন্য়ার দৃষ্টিভঙ্গি মেলে না। সেই ইঙ্গিত মিলেছিল কফি উইদ করণ-এর সেটে। আদিত্য রয় কাপুর বলেছেন তিনি ‘সিচুয়েশনশিপ’-এ রয়েছেন। জেন জি-র কাছে অতি পরিচিত শব্দ সিচুয়েশনশিপ। এটি এমন সম্পর্ক যেখানে কোনও কমিটমেন্টের গল্প নেই! অনন্যার আবার আপত্তি এই ধরণের সম্পর্কে। আদিত্যর এমন মন্তব্যের পরপরই ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা সটান বলেন, ডেটিং-এর এই নতুন ভাবনাকে অস্বীকার করেন তিনি। সোশ্যাল মিডিয়ার জন্য বা লোক দেখানোর জন্য সম্পর্কের দেখনদারিকে সমর্থন করেন না তিনি।
অনন্যা স্পষ্ট বলেছিলেন, ‘আমি ঘৃণা করি সিচুয়েশনশিপকে। আমি এই শব্দটাই পছন্দ করি না। আমি কোনও ডেটিং অ্যাপে নেই, আমি সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্ক নিয়ে কথা বলি না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য অন্য রিসেপশনশিপ স্টেটাসকে তুলে ধরতে আপত্তি রয়েছে’।
২০২২ সালে কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এর আগে কো-স্টার ঈশান খট্টরের সঙ্গেও অনন্যার প্রেমের জল্পনার খবর রটেছিল। কিন্তু আদিত্যর সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতার জেরেই নাকি ভাঙে ওই সম্পর্ক।