ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খান বলেছেন যে টিম ইন্ডিয়াতে অভিষেকের সুযোগ না পেয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। সরফরাজ তার বাবাকে জিজ্ঞেস করতেন কবে ভারতের হয়ে খেলার সুযোগ পাবেন তিনি? সরফরাজ খানের বাবা নওশাদ খান সব সময় ছেলেকে একটাই কথা বলতেন, যখন তুমি ঘরোয়া ক্রিকেট খেলবে, তখন ভেবে দেখবে তুমি টিম ইন্ডিয়ার হয়ে খেলছ।
২৬ বছর বয়সী সরফরাজ, টিম ইন্ডিয়াতে অভিষেকের পরে, এখন এই গুরুমন্ত্রের কথা বলেছেন, যা তার বাবা তাকে প্রায় বলতেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের হোম টেস্ট সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন সরফরাজ খান। অভিষেক টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি।
সরফরাজ খান গত কয়েক মরশুম ধরে ঘরোয়া ক্রিকেটে একটানা রান করে চলেছিলেন। তা সত্ত্বেও তিনি টিম ইন্ডিয়াতে ব্রাত্য থেকে গিয়েছিলেন। এর পর তিনি খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন। প্রতিবার বাবাকে তিনি একটাই প্রশ্ন করতেন। আর বাবা নওশাদ খানও তাঁকে একই উত্তর দিতেন। ৬৯.৮৫ গড়ে প্রথম শ্রেণিতে ১৪টি সেঞ্চুরি এবং রেকর্ড ৩৯১২ রান করা সত্ত্বেও, সরফরাজ টিম ইন্ডিয়াতে জায়গা পাননি, তাই গত বছর মহান ক্রিকেটার সুনীল গাভাসকর তার টেস্ট নির্বাচনকে সমর্থন করেছিলেন।
‘আমার কাজ ছিল খেলা এবং রান করা’
'ইন্ডিয়া টুডে কনক্লেভ'-এ সরফরাজ খান বলেন, ‘আমি যদি আমার বাবাকে জিজ্ঞেস করতাম কবে ভারতের হয়ে খেলার সুযোগ পাব, তিনি আমাকে একটা কথাই বলতেন। কল্পনা করুন যে আপনি আপনার পরবর্তী হোম ম্যাচে ভারতের হয়ে খেলছেন এবং সে রকম রান করুন। তাই আমার একমাত্র কাজ ছিল যেখানেই খেলি রান করা।’
আরও পড়ুন… IPL-এ বাবর, শাহিনদের দেখতে চেয়ে পাক সমর্থকের বিশেষবার্তা! মজার জবাব দিলেন হরভজন সিং
‘ছোটবেলা থেকেই শুনতাম টেস্টের গুরুত্ব’
রাজকোটে তৃতীয় টেস্টে সরফরাজ খানকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে টেস্ট ক্যাপ দিয়েছিলেন যেখানে তিনি সুনীল গাভাসকরের মতো দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। সরফরাজ বলেন, ‘ছোটবেলা থেকেই টেস্ট ক্রিকেটের গুরুত্ব নিয়ে গল্প শুনতাম। আমার বাবা আমাকে খেলার দীর্ঘ ফর্ম্যাটের গুরুত্ব বলতেন। চাপ ছিল না এমন নয়, প্রথম সিরিজ খেলতে গিয়ে চাপ অনুভব করেছি।’