শুভব্রত মুখার্জি: চলতি বছরের গোড়ার দিকে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল। যেখানে পাঁচ ম্যাচের টেস্টে মুখোমুখি হয় ভারত এবং ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। তবে দুরন্ত কামব্যাক করে ভারতীয় দল। শেষ পর্যন্ত এই সিরিজ ভারতীয় দল ৪-১ ফলে জিতে যায়। এই সিরিজেই ইংল্যান্ড দলের হয়ে একাধিক নবীন তারকা উঠে আসেন। যারা এই সিরিজে তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলের নজর কেড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল তরুণ স্পিনার শোয়েব বশির। তাঁর কাছে এই সিরিজ ছিল অভিষেক সিরিজ। সেই সিরিজ নিয়ে বলতে গিয়েই তিনি জানিয়েছেন এই সিরিজের অপূর্ব অভিজ্ঞতা তিনি দীর্ঘদিন মনে রাখবেন।
কী বললেন শোয়েব বশির?
শোয়েব বশির আসন্ন কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে তাঁর অভিষেক ঘটাতে চলেছেন। সমারসেটের হয়ে তিনি সারের বিরুদ্ধে তাঁর প্রথম ম্যাচ খেলবেন। ভারতের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে তাঁর অভিষেক হয়। তিনি প্রথম তিন টেস্টে ১৭টি উইকেট নিয়ে সকলের নজর কাড়েন। বিবিসি পয়েন্ট ওয়েস্ট এই ভারত সফর নিয়ে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারেই ওই সফরের নানা মুহূর্ত তিনি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, ‘এই শীতের মরশুমটা আমার কাছে দারুন একটা অভিজ্ঞতা ছিল। শুরুটা হয় লায়ন্সদের সঙ্গে আবুধাবিতে। ওখানে দুই সপ্তাহের ক্যাম্পে ছিলাম আমি। এরপরেই আমি দেশের হয়ে খেলার সুযোগ পাই।’
শোয়েব জানিয়েছেন, ‘আমার কাছে শেষ কয়েকটা মাস স্বপ্নের মতন ছিল। আমার যেন তা বিশ্বাস হচ্ছিল না। একেবারে অবিস্মরণীয় কয়েকটা মাস বলা যায়। আমি মনে করি এই অপূর্ব অভিজ্ঞতা আমি দীর্ঘসময় মনে রাখব। আমকে যখন দলে নেওয়া হয়েছিল তখন আমি হঠাৎ করেই সেই সুযোগ পেয়ে যাই। হঠাৎ করেই সুযোগ আসে সমারসেটে খেলার। ঠিক একভাবে আমার ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগও আসে।’
শোয়েব আরও জানিয়েছেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। ভগবানের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব এই জন্য। উনি না থাকলে এটা বাস্তবে সম্ভব ছিল না। আমার কাছে এটা খুব স্পেশাল ছিল। বেন স্টোকস,জো রুটদের সঙ্গে একসঙ্গে মাঠে খেলতে নামব এটা ভেবেই আমার রোমাঞ্চকর লাগছিল।’ ভারতে শোয়েব বশিরের আসা নিয়েও বিস্তর নাটক হয়েছিল। তাঁর ভিসা সমস্যা হয়েছিল। প্রথমক্ষেত্রে তাঁকে ভিসা দেওয়া না হলেও পরবর্তীতে সেই জটিলতা কেটে যায়।