বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > AUS vs NED: বল হাতে আগুনে মেজাজে, শেন ওয়ার্ন, মিচেল জনসন, স্টার্কদের পিছনে ফেললেন জাম্পা

AUS vs NED: বল হাতে আগুনে মেজাজে, শেন ওয়ার্ন, মিচেল জনসন, স্টার্কদের পিছনে ফেললেন জাম্পা

অ্যাডাম জাম্পা

অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপে সব থেকে বেশি বার পরপর ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন জাম্পা। যে নজির নেই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নেরও। এছাড়াও গ্যারি গিলমোর, মিচেল জনসন, মিচেল স্টার্কদেরও পিছনে ফেলেছেন তিনি।

শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়া দলের। প্রথম দু'টি ম্যাচেই বাজে ভাবে হারতে হয়েছিল তাদের। কিন্তু এর পরেই দুরন্ত কামব্যাক করে অস্ট্রেলিয়া দল। পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন দল তাদের বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয় পাওয়ায় পয়েন্টের পাশাপাশি রানরেটও যথেষ্ট বাড়িয়ে ফেলেছে তারা। প্রথম বার তারা ৩০০ রানের ও বেশি রানে জয় পেয়েছে। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বিশ্বকাপ ইতিহাসে অনন্য নজির গড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন, মিচেল জনসন, মিচেল স্টার্ক, গ্যারি গিলমোরদের ।

আরও পড়ুন: রশিদের সঙ্গে ইরফানের নাচ দেখে দুঃখ পেয়েছি- কাটা ঘায়ে নুনের ছিটে পড়তেই ফোঁস করলেন পাক প্রাক্তনী

অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপে সব থেকে বেশি বার পরপর ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন জাম্পা। যে নজির নেই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নেরও। গ্যারি গিলমোর, মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং শেন ওয়ার্নের মতন তারকাদেরও পিছনে ফেলেছেন তিনি। প্রত্যেকেই পরপর দু'টি ম্যাচে চার বা তার বেশি উইকেট নিয়েছিলেন। আর এদিন নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে চার উইকেট নিয়ে সবাইকে পিছনে ফেললেন তিনি। পরপর তিন ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন জাম্পা।

আরও পড়ুন: ৪০ বল লাগত আমার প্রথম রান পেতে, ম্যাক্সওয়েল তার মধ্যে সেঞ্চুরি করল! অজিকে নিয়ে ডিগবাজি গাভাসকরের

এদিন ম্যাচে মাত্র তিন ওভার বল করেছেন অ্যাডাম জাম্পা। আর তাতেই বাজিমাত করেছেন অজি স্পিনার। তিনি দেন মাত্র আট রান। আর তুলে নেন চারটি উইকেট। লোগান ভ্যান বিক, রলেফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত এবং পল ভ্যান মিকেরেনকে আউট করে দেন তিনি। অ্যাডাম জাম্পার দুরন্ত স্পেলে ৬ উইকেটে ৮৬ থেকে ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস দল।ফলে ৩০৯ রানের বিরাট ব্যবধানে হারের‌ সম্মুখীন হতে হয় ডাচদের। এদিন প্রথমে ব্যাট করে অজিরা ৩৯৯ রান করতে সমর্থ হয়। অজিদের হয়ে শতরান করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার ১০৪ রান করেন। ৪০ বলে সেঞ্চুরি হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ১০৬ রান করে আউট হন তিনি।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

Skin Care: এই ফল চিবোলেই দৌড়োবে মুখের বলিরেখা, খেয়ে দেখুন তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’ T20তে ৩০০ নয়! টেস্টে একদিনে ৪০০ করার টার্গেট গৌতির! চোখে সরষে ফুল দেখছে কিউয়িরা… সলমনের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় মুনাওয়ার ফারুকি!হুমকি পেলেন কমেডিয়ান ধোনির জন্য নয়! IPL-এ এমনিই ফিরেছে বাতিল আনক্যাপড প্লেয়ার রুল! বলছেন চেয়ারম্যান… বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, 'মা'য়ের থেকে কী চাইলেন? শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.