শুভব্রত মুখার্জি:- বুধবার অর্থাৎ ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং আফগানিস্তান দুই দল।২০২৩ আইপিএলে বিরাট কোহলি বনাম নবীন উল হক ঝামেলার পরে এই প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চলেছে দুই তারকা। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পরে এই ম্যাচে ভারতকে হারানোর জন্য মুখিয়ে থাকবে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ক্রিকেট ভক্তদের চোখ থাকবে বিরাট বনাম নবীন লড়াইয়ের দিকে। সেই লড়াই ব্যাট এবং বলের লড়াই হিসেবেই সীমাবদ্ধ থাকবে বলে আশা বিশেষজ্ঞদের।বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও। তিনি পাশাপাশি ভারতকে নিজেদের বাড়ি হিসেবে ও দাবি করেছেন।
ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাশমতউল্লাহ শাহিদি জানিয়েছেন, 'দেখুন এই বিষয়টা আমরা আগেও বলেছি যে ভারত হল আমাদের কাছে নিজেদের বাড়ি। আমরা আগেও এখানে খেলেছি। এখানকার মানুষজন আফগানিস্তান দলকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আশা করি ভবিষ্যতেও তা দেবে। মাঠে অনেক ঘটনাই (বিরাট বনাম নবীন প্রসঙ্গে) ঘটে। মাঠে অনেক সময়ে স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক মনোভাব দেখা যায় ক্রিকেটারদের মধ্যে। এখানে ভারত বা আফগানিস্তানের আলাদা কোনও বিষয় নেই। দুই দেশের মধ্যে এইসব নিয়ে আলাদা কোনও সমস্যাও নেই। তাই আমি এটাই বলব যে এটা অনেক সময় ম্যাচ পরিস্থিতিতে একজন ক্রিকেটারের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে।'
তিনি আরও জানিয়েছেন, 'এই ঘটনাটা (বিরাট বনাম নবীন) হঠাৎ করেই ঘটে গিয়েছিল। ভারতীয় দলের অনেকেই আমাদের কাছে অনুপ্রেরণা। যেমন সচিন তেন্ডুলকর,রাহুল দ্রাবিড়। তাই আমরা ওই ঝামেলার বিষয়টি নিয়ে একেবারেই আতঙ্কিত না।' উল্লেখ্য এই নিয়ে ওডিআই ফর্ম্যাটে চতুর্থবার মুখোমুখি হবে ভারত এবং আফগানিস্তান। এর আগে ২০১৪ এশিয়া কাপে সহজ জয় পেয়েছিল ভারত। ২০১৮ এশিয়া কাপে তাদের ম্যাচ টাই হয়েছিল। ২০১৯ ওডিআই বিশ্বকাপে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছিল ভারতীয় দল।