শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের বাজারে পরপর দুটি বিতর্কিত মন্তব্য করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ব্যাটার হাসান রাজা। মাত্র কয়েকদিন আগেই তাঁর দাবি ছিল আইসিসি নাকি ভারতীয় বোলারদের জন্য আলাদা বল দিচ্ছে। ইনিংস বিরতিতে নাকি বদলানো হচ্ছে বল।আর সেই কারণেই এত বেশি সুইং পাচ্ছেন ভারতীয় বোলাররা। এবার আরও একধাপ এগিয়ে আরও বড় বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। তাঁর মতে আইসিসির ওডিআই বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ডিআরএসে কারচুপি করছে ভারত! বিসিসিআইয়ের মদতে গোটা কাজটা হচ্ছে বলে তাঁর মত!
প্রসঙ্গত ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল হাসান রাজার। এখন পর্যন্ত এটিই টেস্টে সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকের নজির। ১৯৯৮ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিলেন তিনি। প্রতিভা থাকা সত্ত্বেও তাঁর আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। ৭ টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেই শেষ হয়েছে তাঁর জাতীয় দলের কেরিয়ার। ২৩২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.৭০ গড়ে তাঁর সংগ্রহ ১৩,৯৪৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬টি শতরান এবং ৬৩টি অর্ধশতক রয়েছে তাঁর।
চলতি বিশ্বকাপে ভারতের আট ম্যাচে আটটি জয়ের জয়যাত্রা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে হাসান রাজার মন্তব্য রীতিমতো বিতর্ক সৃষ্টি করে দিয়েছে। হাসান রাজার মতে, ভারত ডিআরএস নিয়ে কারচুপি করছে। পাকিস্তানের এবিএন নিউজে বিশ্লেষক হিসেবে কাজ করছেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আলোচনার সময়ে তিনি বলেন, ‘আজ তো জাদেজাও পাঁচ উইকেট নিয়ে নিল। এটা ওর কেরিয়ার-সেরা। কিন্তু ডিআরএস প্রযুক্তি যেভাবে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেনকে আউট দিল, সেটাকে কী বলবেন! বাঁহাতি স্পিনারের বল টার্ন নেওয়ার পর যে কোনও জায়গায় যেতে পারে। লেগ স্টাম্পে বল পিচ করার পর সেই বল কীভাবে মিডল স্টাম্পের দিকে যায়? ইমপ্যাক্ট ইন লাইন হয়! আর বল লেগ স্টাম্পে যাচ্ছিল। এসব বিষয় আরও খতিয়ে দেখা হোক। ডিআরএস নিয়ে কারচুপি হচ্ছে। বিশ্বকাপে অনেক ডিআরএস সিদ্ধান্ত বিতর্কিত। পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিপক্ষে গেছে আরও একটি ডিআরএস সিদ্ধান্ত। আর এর দায় ব্রডকাস্টাররাও এড়াতে পারেন না।'