শুভব্রত মুখার্জি: গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে ভারতীয় দলকে। ছয় উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। পাশাপাশি নিজেদের ষষ্ঠ শিরোপাও জিতেছে অস্ট্রেলিয়া দল। গোটা টু্র্নামেন্টে ভালো খেলেও শেষ ল্যাপে এসে হেরে গিয়েছে ভারতীয় দল। ফাইনালে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন বিভাগেই ব্যর্থ হয়েছে ভারতীয় দল। এরপর স্বাভাবিকভাবেই হতাশায় ডুবতে দেখা গিয়েছে গোটা দলকে। রোহিত শর্মাকে কাঁদতেও দেখা গিয়েছে মাঠে। এমন অবস্থায় ফাইনাল শেষে ভারতীয় সাজঘরে পৌঁছে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।একটি ভিডিয়োতে দেখা যায় গোটা দলকে তিনি উৎসাহ যোগাচ্ছেন। তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তাঁর মতে ম্যাচে হারের পরে প্রধানমন্ত্রী যখন উৎসাহ দেন তখন আত্মবিশ্বাস বাড়ে।
ভিডিয়োতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী কীভাবে হতাশায় ভেঙে পড়া শামিকে কাছে টেনে নেন। তাঁর পিঠ চাপড়ে দিয়ে তাঁর প্রশংসা করেন। এই বিষয় নিয়ে বলতে গিয়েই নিজের গ্রাম উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাহসপুরে মিডিয়ার মুখোমুখি মহম্মদ শামি। তিনি জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনা (প্রধানমন্ত্রীর ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ) দলের ক্রিকেটারদের মনোবল বাড়ায়। এই ধরনের উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে (ফাইনালে হারের পর) প্রধানমন্ত্রী যখন আমাদেরকে উৎসাহ দিয়েছেন তখন তা আমাদের আত্মবিশ্বাসকে নিশ্চয় বাড়াবে। কারণ ফাইনালে ওই ভাবে হারের পরে আমাদের মনোবল একেবারে তলানিতে ছিল। প্রধানমন্ত্রীর উৎসাহ প্রদান আমাদেরকে খুব সাহায্য করেছে। এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা।’
প্রসঙ্গত সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন মহম্মদ শামি। তিনি নিয়েছেন ২৪টি উইকেট। তাও আবার প্রথম চারটি ম্যাচে না খেলেই এই কৃতিত্ব গড়েছেন তিনি। ফাইনালেও ডেভিড ওয়ার্নারকে আউট করেছিলেন মহম্মদ শামি। এরপর জসপ্রীত বুমরাহ পরপর ফিরিয়ে ছিলেন মিচেল মার্শ এবং স্টিভ স্মিথকে। ভারতের ২৪০ রান তাড়া করতে গিয়ে অজিরা একটা সময়ে ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল। সেই জায়গা থেকে অজিদেরকে ম্যাচে ফিরিয়ে তাদের জয় নিশ্চিত করেন ট্র্যাভিস হেড এবং মার্নাস ল্যাবুশান জুটি। হেড ১৩৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলে দুই দেশের মধ্যে পার্থক্য গড়ে দেন।