বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC IND vs AUS: বারবার মাঠে ঢুকে খেলায় ব্যাঘাত ঘটানো জার্ভোকে বিশ্বকাপের আঙিনা থেকে দূরে ছুঁড়ে ফেলল ICC

ICC CWC IND vs AUS: বারবার মাঠে ঢুকে খেলায় ব্যাঘাত ঘটানো জার্ভোকে বিশ্বকাপের আঙিনা থেকে দূরে ছুঁড়ে ফেলল ICC

ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন জার্ভো। তাঁকে বোঝাতে এগিয়ে যান বিরাট। ছবি-এএফপি (AFP)

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে প্রবেশ করেন জার্ভো। এই নিয়ে চারবার তিনি ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করেন। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আইসিসি।

শুভব্রত মুখার্জি: ২০২১ সালের ভারত বনাম ইংল্যান্ড ওভাল টেস্ট নিশ্চয় মনে আছে ক্রিকেট সমর্থকদের। ভারতের টেস্ট জার্সি গায়ে চাপিয়ে একটু স্থূল এক ক্রিকেট সমর্থক হঠাৎ করেই মাঠে ঢুকে এসেছিলেন। ৬৯ নম্বর জার্সি পরিহিত সেই সমর্থক ইংল্যান্ডের কিপার ব্যাটার জনি বেয়ারস্টোকে ধাক্কা পর্যন্ত দিয়ে বসেন। তারপর থেকেই অত্যন্ত জনপ্রিয় হয়ে যান প্র্যাঙ্কস্টার জার্ভো। ভারত তথা গোটা ক্রিকেট বিশ্বের ক্রিকেট সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় চরিত্র তিনি। সেই তাঁকেই ফের একবার দেখা গেল ক্রিকেট মাঠে।

২০২৩ সালে ওডিআই বিশ্বকাপেও খেলা দেখতে ভারতে এসেছেন তিনি। রবিবার ৮ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এসে উপস্থিত হন তিনি। সেখানেই ম‌্যাচ চলাকালীন ভারতীয় মহাতারকা বিরাট কোহলিকে ছুঁয়ে দেখতে এবারও মাঠে প্রবেশ করেন তিনি। তাঁর এই আচরণে বেশ ক্ষুব্ধ দেখায় ভারতের মহাতারকা বিরাট কোহলিকে। আর এরপরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জার্ভোকে নিষিদ্ধ ঘোষণা করেন। অর্থাৎ ২০২৩ ওডিআই বিশ্বকাপে অন্য কোনও ম্যাচের বৈধ টিকিট থাকলেও তিনি আর মাঠে প্রবেশ করতে পারবেন না।

প্রসঙ্গত এদিন চেন্নাইমে মাঠে ঢুকে কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায় প্র্যাঙ্কস্টার জার্ভোকে। তিনি কে? এই মুহূর্তে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার আর প্রয়োজন নেই। জার্ভোর আসল নাম ড্যানিয়েল জার্ভিস। প্র্যাঙ্কস্টার হিসেবে পরিচিত এই ব্রিটিশ নাগরিক খেলা চলাকালীন মাঠে ঢুকে নানা কান্ডকারখানা ঘটান। তাঁর এই অভ্যাসের জন্য তিনি বেশ ‘কুখ্যাত'। আর এদিন চেন্নাইয়ে সেই এক ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। চেন্নাইয়ে আজ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন তিনি। এক দৌড়ে বিরাট কোহলির কাছে পৌঁছে যান জার্ভো। তাঁর পরনে ছিল ভারতের বিশ্বকাপ জার্সি। যে জার্সির নম্বর ছিল ৬৯। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল।

সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে কোহলির কাছে গিয়ে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন জার্ভো। সেই সময়ে কোহলিকে যথেষ্ট বিরক্ত দেখাচ্ছিল। এই সময় লোকেশ রাহুলও জার্ভোকে মাঠ ছাড়তে বলেন। কিন্তু রাহুলের কথা হেসে উড়িয়ে দেন জার্ভো। মাঠেই তাঁকে ঠায় একভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই জার্ভোকে ঠেলে মাঠের বাইরে নিয়ে যান। মাঠের বাইরে নেওয়ার আগের মুহূর্তে কোহলি নিজেই দৌড়ে হঠাৎ করে এসে জার্ভোর সঙ্গে কিছু কথা বলেন। পরবর্তীতে জার্ভোকে স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে নিষিদ্ধও করেছে আইসিসি। ফলে বিশ্বকাপ চলাকালীন আর কোনো ম্যাচে তিনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী থাকার কথা।সেই বেষ্টনী টপকে জার্ভো কীভাবে মাঠে ঢুকে পড়লেন তা নিয়েই এইবারে প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে তিনি কীভাবে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট পেলেন! কারণ আয়োজক ভারতের প্রথম ম্যাচ হওয়ায় এই ম্যাচের সব টিকিট অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ঘটনায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানিরা। একজন লিখেছেন, ‘বিশ্বকাপের জন্য জার্ভো ভারতের ভিসা পায়, কিন্তু পাকিস্তানের সমর্থকরা, সাংবাদিকরা পায় না।’

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

পাকিস্তানে বন্ধ উবার পরিষেবা! কারণ জানাল অ্যাপ ক্যাব সংস্থা Video: জমিয়ে চলল বাজনা! মহুয়ার হাত ধরে নাচে মাতলেন মমতা AICTE কেরিয়ার পোর্টাল চালু করেছে, ৩০ লক্ষ পড়ুয়া এই সুবিধাগুলি পাবেন কল্যাণের সভায় দীপ্সিতাকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ করায় সিপিএম কর্মীকে মারধর Candidate rides buffalo: মোষে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন প্রার্থী! কোথায় ঘটল? এবারের আইপিএলে কোন কোন ম্যাচে সবচেয়ে বেশি ছয় মেরেছে ব্যাটাররা, দেখুন শাক্সগাম উপত্যকায় চিনের রাস্তা! সরেজমিনে খতিয়ে দেখবে ভারতীয় সেনা স্কুলকে অনুদান দেওয়ার নামে মিথ্যে প্রচারের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, সরব তৃণমূল পুরুলিয়ায় BJP প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা, SDO-কে ধাক্কা রাহুলের ৪০০ গ্রাম সোনা রয়েছে সুজাতার, সৌমিত্রর আছে ৯০, সম্পত্তির দিক দিয়ে এগিয়ে কে?

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.